বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আয়োজিত আন্তঃ কলেজ সাংস্কৃতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হলো মেদিনীপুর কলেজ (স্বশাসিত)। বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ১৬ এবং ১৭ ডিসেম্বর দুই দিন ধরে চলা এই প্রতিযোগিতায় একুশটি বিভাগে অংশ নিয়ে সতেরোটি বিভাগে পদক পায় মেদিনীপুর কলেজ। এর মধ্যে এগারোটি বিভাগে স্বর্ণপদক, পাঁচটি বিভাগে রৌপ্যপদক এবং একটি বিভাগে ব্রোঞ্জ পদক লাভ করে। শাস্ত্রীয় সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকসঙ্গীত, পাশ্চাত্য সঙ্গীত এবং লোক নৃত্যের মতো বিভাগে স্বর্ণপদক লাভ করে কলেজের ছাত্র- ছাত্রীরা।
প্রতিযোগিতার দ্বিতীয় দিনে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ সুশান্ত চক্রবর্তী মেদিনীপুর কলেজের ছাত্রছাত্রীদের হাতে চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স- এর ট্রফি তুলে দেন। কলেজের ছেলে- মেয়েদের এই সাফল্যে তাদের সাধুবাদ জানান কলেজের ভারপ্রাপ্ত অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ। তিনি বলেন যে, অত্যন্ত অল্প সময়ের প্রস্তুতিতে কলেজের ছাত্রছাত্রীদের এই সাফল্য দৃষ্টান্তমূলক। কলেজের ছাত্রছাত্রীদের এই সাফল্যে খুশি কলেজের সবাই।