কেন্দ্রীয় মন্ত্রিত্বের দায়িত্ব তার কাঁধে। আবার দলের তরফেও বড় দায়িত্ব তার কাঁধে। নানা দায়িত্বের মধ্যে নিজের কেন্দ্রের উন্নয়নের সুযোগ থাকলে তো এক্কেবারে হাত ছাড়া করেন না তিনি। বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুরের উন্নয়ন সব সময় তার কাছ প্রাধান্য পায়, কারণ তিনি ওই এলাকার মানুষের জনপ্রতিনিধি। এবার জেলার খেলাধূলার উন্নয়নের দিকে তিনি নজর দিয়েছেন। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের অধীনে দক্ষিণ দিনাজপুরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স।
বার বার উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার কথা শোনা যায়। তাই সাংসদ নির্বাচিত হবার পর থেকেই সুকান্ত মজুমদার নিজের কেন্দ্র বালুরঘাট সহ উত্তরবঙ্গের উন্নয়নের জন্য সার্বিক চেষ্টা করেছেন। যার ফলশ্রুতিতে উত্তরবঙ্গ একাধিক ট্রেন পেয়েছে। উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। এবার মোদী মন্ত্রী সভার সদস্য হবার পরেও একই রকম ভাবেই নিজের এলাকার উন্নয়নের কাজ লাগাতার করে চলেছেন সুকান্ত মজুমদার। দক্ষিণ দিনাজপুর জেলার স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে একটি অত্যাধুনিক স্পোর্টস কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিলেন তিনি। এই বিষয়ে কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মন্ডব্যর সঙ্গে বৈঠক করেন সুকান্ত মজুমদার। বালুরঘাট লোকসভা কেন্দ্রেই এটা নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সুকান্ত মজুমদার। তিনি আরও জানান, কেন্দ্রীয় ক্রিড়া মন্ত্রী এই প্রকল্প দ্রুত অনুমোদনের আশ্বাস দিয়েছেন। একটি অত্যাধুনিক ক্রীড়া কমপ্লেক্সের উদ্বোধন হলে উত্তরবঙ্গের পাশাপাশি বালুরঘাট লোকসভা কেন্দ্রের অগণিত খেলোয়াড় এবং ক্রীড়া উৎসাহীদের জন্য নতুন দিগন্ত খুলে যাবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।
এছাড়াও বাংলার গুরুত্বপূর্ণ কয়েকটি রেলওয়ে প্রকল্প নিয়ে আবারও রেলমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন সুকান্ত মজুমদার। তাঁর কেন্দ্র বালুরঘাট লোকসভা সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উন্নত ধরনের রেল ব্যবস্থা স্থাপনের লক্ষ্যে দীর্ঘ সময় আলোচনা হয়েছে উভয়ের মধ্যে বলে জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।