রামলীলা ময়দানে ‘ভারত বাঁচাও’ সমাবেশ থেকে কেন্দ্রের বিরুদ্ধে মুখর হয়েছিলেন রাহুল গান্ধী। এবার পাল্টা ওয়ানাডের সাংসদের বিরুদ্ধে মুখর হলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। তেলেঙ্গানা ধর্ষণকাণ্ড এবং উন্নাও-তে ধর্ষিতাকে পুড়িয়ে মারার ঘটনার পর ভারতকে ‘রেপ ইন ইন্ডিয়া’ বলে অভিহিত করেছিলেন রাহুল গান্ধী। বিষয়টি নিয়ে শুক্রবার সংসদে সরব হয়েছিলেন বিজেপি সাংসদেরা। তাঁরা ওয়ানাডের সাংসদকে ক্ষমা চাইতে বলেছিলেন। এই প্রসঙ্গে বলতে গিয়ে শনিবার রাহুল গান্ধী ভারত বাঁচাও সমাবেশে বলেছিলেন, ‘সত্যি কথা বলার জন্য ক্ষমা চাইব না। আমার নাম রাহুল সাভরকর নয়। রাহুল গান্ধী।’ আর এরপরেই ওয়ানাডে সাংসদ তথা কংগ্রেসের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে নিন্দায় মুখর হয়ে সম্বিত পাত্র জানিয়েছেন, রাহুল গান্ধী কখনও সাভারকার হতে পারবেন না। সম্বিত পাত্রর কথায়, বীর সাভারকার একজন দেশভক্ত বলিদানী ছিলেন। ৩৭০ ধারা বিলুপ্তি, বালাকোট এয়ারস্ট্রাইক, সার্জিক্যাল স্ট্রাইকের পর পাকিস্তানের ভাষায় কথা বলেছে রাহুল গান্ধী। বীর সাভারকারের ব্যক্তিত্বের ধারেকাছেও যেতে পারবেন না তিনি। রাহুলের লজ্জা হওয়া উচিত। হাজারটা জন্ম নিলেও রাহুল কোনওদিন সাভারকার হতে পারবে না। মেক ইন ইন্ডিয়ার সঙ্গে রেপ ইন ইন্ডিয়ার যারা তুলনা করে তাদের অবিলম্বে ক্ষমা চাওয়া উচিত। শালীনতার সকল সীমা ছাড়িয়ে গিয়েছে রাহুল। উল্লেখ করা যেতে পারে, এদিন ভারত বাঁচাও সমাবেশের আয়োজন করে কংগ্রেস। এই রাজনৈতিক সমাবেশে বক্তব্য রাখেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কার গান্ধী বঢরা, সোনিয়া গান্ধী।
2019-12-14