সারা পৃথিবীর সেরা ক্ষমতাশালী মহিলাদের মধ্যে ৩৪ নম্বরে নাম তুলেছেন ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ! সম্প্রতি পৃথিবীর সর্বোচ্চ ক্ষমতাশালী ১০০ জন সেরা মহিলার নামের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। তাতেই এমন ব়্যাঙ্কিংয়ে রয়েছেন নির্মলা। ফোর্বসের বিচারে তিনি পেছনে ফেলেছেন রানি দ্বিতীয় এলিজাবেথকেও।
তালিকায় যে নারীবাহিনীর নাম রয়েছে, তাঁদের মধ্যে সকলের আগে জায়গা করে নিয়েছেন জার্মানির চ্যান্সেলর এঞ্জেলা মর্কেল। তাঁর পরেই দ্বিতীয় স্থানে রয়েছেন ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাঙ্কের সভাপতি খ্রিস্টিন লিগারডি। তৃতীয় স্থানে রয়েছেন হাউস অফ রিপ্রেজেন্টেটিভের স্পিকার ন্যান্সি পেলোসি।
উল্লেখযোগ্য বিষয় হল, ফোর্বসের এই তালিকায় নির্মলা সীতারমণেরও আগে রয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর নাম রয়েছে ২৯ নম্বরে।
ফোর্বসের প্রকাশিত তালিকায় ভারতীয়দের মধ্যে আরও যে সমস্ত মহিলার নাম রয়েছে, তাঁরা হলেন ৫৪ নম্বরে থাকা এইচসিএল কর্পোরেশনের সিইও এবং এগজিকিউটিভ ডিরেক্টর রোশনি নাদার মালহোত্রা এবং ৬৪ নম্বরে থাকা, বায়োকনের প্রতিষ্ঠাতা কিরণ মজুমদার শ। বিশ্বের দরবারে ভারতের মুখ উজ্জ্বল করে করেছেন তাঁরা। নারীশক্তির প্রতিভূ হিসেবে জায়গা করে নিয়েছেন বিশ্বখ্যাত এই তালিকায়।
রোশনি নাদারের হাত ধরেই সাফল্যর শীর্ষে পৌঁছেছে এইচসিএল সংস্থা। অন্য দিকে কিরণ মজুমদার পরিচালিত বায়োফার্মাসিউটিকাল ফার্ম বায়োকন ১৯৭৮ সাল থেকেই দেশজুড়ে সর্বশ্রেষ্ঠ জায়গা তৈরি করে নিয়েছে।
এছাড়াও এই তালিকায় উল্লেখযোগ্য আরও যে সমস্ত মহিলা আছেন, তাঁরা হলেন, আইবিএম-এর সিইও গিন্নি রোমেটি, ফেসবুকের সিইও শেরিল স্যান্ডবার্গ, নিউজিল্যান্ডের প্রাইম মিনিস্টার জেসিন্ডা অৰ্ডান, ডোনাল্ড ট্রাম্পের কন্যা ইভানকা ট্রাম্প, গায়িকা রিহানা, বেয়ন্সে, টেলর সুইফট, টেনিস তারকা সেরেনা উইলিয়ামস, রানি দ্বিতীয় এলিজাবেথ প্রমুখ।
ফোর্বসের তালিকায় এই প্রথম নাম তুললেন নির্মলা সীতারমণ। এই মুহূর্তে দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বারবার বিরোধীদের তোপের মুখে পড়েছেন তিনি। কিন্তু বিশ্বের দরবারে ক্ষমতাশালী নারীদের মধ্যে সামনের দিকেই রাখা হয়েছে তাঁকে।