শীত পড়তেই পর্যটকদের আনাগোনা বারছে ডুয়ার্সে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটরা ছুটে আসেন শীতের ডুয়ার্স এলাকায়। আবহাওয়া এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ডুয়ার্স সকল মানুষের পছন্দের জায়গা। ডুয়ার্সের ঘুরতে এসে, অনেক সময়ই পর্যটকদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ ওঠে কিছু গাড়িচালকের বিরুদ্ধে। আর এতেই ভাবমূর্তি খারাপ হয় পর্যটনকেন্দ্রগুলির বিশেষ করে ডুয়ার্সের বিভিন্ন পর্যটন কেন্দ্রে।
পর্যটকদের ঘুরতে এসে যাতে কোনোভাবেই বাড়তি গাড়ি ভাড়া গুণতে না হয় ও কোনও দালাল চক্রের হাতে না পড়তে হয় তার জন্য মালবাজার মহকুমার চালসার টিয়াবন এলাকায় পর্যটক সহায়তা কেন্দ্র খুলল এলাকার গাড়িচালকরাই। এই সহায়তা কেন্দ্র থেকে পর্যটকদের গাড়ি ভাড়া সহ যাবতীয় বিষয়ে সহযোগিতা করা হবে বলে জানা গেছে। ছোট গাড়ি চালক ইউনিয়নের নেতা কমল মুখী জানান, সহায়তা কেন্দ্রে এসে যোগাযোগ করলেই ন্যায্য ভাড়ায় গাড়ি পেয়ে যাবেন পর্যটকরা।
তিনি আরও বলেন, ‘এখন থেকেই পর্যটকদের যাবতীয় বিষয়ে সহযোগিতাও করা হবে। কোনও গাড়ি চালকের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলেই তার বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হবে বলে তিনি জানান। কোন পর্যটক আমাদের কাছে অভিযোগ জানালেই আমরা ব্যাবস্থা নেবো। পর্যটকেরা যাতে শান্তিমত ঘুরতে পারে, তার জন্যই এই ব্যবস্থা’।
পর্যটকেরা সংখ্যায় কম থাকলে শেয়ার গাড়িতেও ঘুরতে যেতে পারবে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের মেটেলি ব্লক সভানেত্রী স্নোমিতা কালান্দি। তিনি এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি সমস্ত গাড়ি চালকেরাও উপস্থিত ছিলেন এদিন। পর্যটকদের সঙ্গেও তাঁরা কথা বলেন, সহায়তা কেন্দ্রে চাট দেখেই পর্যটকেরা গাড়ি ভাড়া বা শেয়ারে গাড়িতে করে জঙ্গলে ঘুরতে পারবে। এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছে পর্যটকেরাও।