কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে অজগর। আর সেই বিশালাকার সাপের উপর বসে তাকে আদর করছেন এক যুবক। সুড়সুড়ি দিচ্ছেন তার গায়ে। কখনও অজগরের মুখ হাতে তুলে নিয়ে আদর করছেন। আর সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই হইচই সমাজমাধ্যমে জুড়ে। যুবকের ভবিষ্যতের কথা ভেবে উদ্বেগ প্রকাশ করতেও দেখা গেল নেটাগরিকদের একাংশকে।
কিন্তু কেন মানুষ এবং অজগরের বন্ধুত্ব ভয় ধরাল নেটাগরিকদের? ভাইরাল ওই ভিডিয়োয় দেখা গিয়েছে, হলুদ-কালো দৈত্যাকার একটি অজগর কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে। তার ঠিক উপরে বসে যুবক। হাতে করে সাপের শরীরে হাত বোলাচ্ছেন তিনি। সুড়সুড়ি দিচ্ছেন অজগরটিকে। সাপটিও বার বার কেঁপে কেঁপে উঠছে। এর পর সাপের মুখ নিজের হাতে তুলে নিতে দেখা যায় তাঁকে। আসলে এই ছেলেটি একটি বিশাল অজগরকে তার বন্ধু বানিয়েছে, সে তার সঙ্গে থাকে। ভিডিয়োয় ওই যুবককে বলতে শোনা গিয়েছে, অজগরটি তাঁর সঙ্গেই থাকে। তিনি সাপটির সঙ্গেই খেলেন, ঘুমোন, খাওয়া দাওয়া করেন এবং আদর করেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার অনলাইন।
তবে ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর সমাজমাধ্যমের একাংশের দাবি, বিশাল ওই অজগরটি আসলে ওই যুবককে নিজের উপর বসতে দিয়ে তাঁর দৈর্ঘ্য মাপছে এবং সঠিক সময়ের জন্য অপেক্ষা করছে। সুযোগ পেলে এক দিন ঠিক ‘বন্ধু’কে গিলে খাবে অজগরটি। পৃথিবী থেকে অদৃশ্য হয়ে যাবেন তিনি। নেটাগরিকদের ওই একাংশের আরও দাবি, সাপ কোনও দিন মানুষের বন্ধুত্ব হতে পারে না। বিষাক্ত সাপ হলে ছোবল মারে এবং অজগরের মতো বিষহীন সাপ হলে গিলে খায়।
উল্লেখ্য, ইনস্টাগ্রামে ভাইরাল ভিডিয়োটি ইতিমধ্যেই কোটি কোটি বার দেখা হয়েছে। শুধু লাইক-ই পড়েছে প্রায় ১৮ লক্ষ। অনেক অনেক মন্তব্যও করেছেন ভিডিয়ো দেখে। এক নেটাগরিক লিখেছেন, ‘‘এই যুবক বুঝতেও পারছে না যে কত বড় ভুল করতে চলেছে। যে কোনও দিন অজগরটি ওকে গিলে খাবে।’’ অন্য এক জন আবার বলেন, ‘‘যে কোনও দিন ছেলেটি গায়েব হয়ে যাবে।’’