৫৯ টাকায় সরকারী স্টলে পচা পিঁয়াজ ! সটান ফোন ‘দিদিকে বলো’-য়

ঘড়ির কাঁটা তখন সকাল গড়িয়ে বেলার দিকে এগোচ্ছে।‌ রেশনে সরকারের ভর্তুকির পেঁয়াজ। স্বাভাবিকভাবেই মাথার ভিড়। কেজি দরে ৫৯ টাকায় পেঁয়াজ কিনতে গিয়ে দেখা গেল ‘পচা’র বাড়বাড়ন্ত। ক্ষুব্ধ জনতা। হোক না ভর্তুকির, তাই বলে কি ‘পচা’ দেবে! রেশন দোকানদারের সঙ্গে কথাকাটাকাটির ফাঁকে চোখের পলকে বুদ্ধি খেললো পেঁয়াজ-প্রত্যাশীর। অভিযোগের সুরাহা ‘দিদিকে বলো’ ! ফোন ঘুরিয়ে সটাং পচা পেঁয়াজের ক্ষোভ জানালেন ‘দিদিকে বলো’র হেল্পলাইনে। সঙ্গে স্থানীয় কাউন্সিলরকে​ও অভিযোগের ফোন। ঘণ্টাখানেকের মধ্যেই হাজির ‘তাজা’ পেঁয়াজ। ‘সুফল বাংলা’র (Sufal Bangla) গাড়ি এসে দাঁড়ালো রেশন দোকানের সামনে। এমন চটজলদি সমাধান হতভম্ব অনেকেই, খুশি তো অবশ্যই। গল্প-কাঁথা’ নয়। ঘটনা ঘটেছে খোদ কলকাতা শহরের বুকে টালিগঞ্জের হরিদেবপুরে। রেশন দোকানের নম্বর ১৫৩২। কলকাতা পুরসভার ১১৫ নম্বর ওয়ার্ড। স্থানীয় কাউন্সিলর তৃণমূলের রত্না সুর। মঙ্গলবার বেলার দিকে এই ঘটনা ছড়িয়ে পড়তে সময় লাগেনি। যারাই পেঁয়াজ নিয়ে বাড়ি ফিরেছেন, থলে ভর্তি পেঁয়াজে গৃহস্থের সাধুবাদে ‘দিদিকে বলো’।

স্বাভাবিকভাবেই ‘দিদিকে বলো’র (Didi ke bolo) এহেন জনপ্রিয়তায় কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলছে তৃণমূল। খোদ শহরের বুকে হাতেনাতে এত কম সময় সমস্যার সমাধান যে ‘দিদিকে বলো’র টিআরপির গ্রাফ উপরের দিকেই তুলবে তা স্বীকারও​ করেছেন রত্না সুর। ছোট বা বড়। সমস্যা যাই হোক না কেন দিদির কাছে ফোন করলেই সুরহা নিশ্চিত এমন বিশ্বাস জনমানুষের ছাপ ফেললে তা আখেরে যে দলেরই লাভ, বলছে তৃণমূল। ‘দিদি’র সরকারের ভুল-ভ্রান্তি, অভিযোগের সমাধান করছে ‘দিদি’ নিজেই!

কিন্তু কেনই বা আসবে পচা পেঁয়াজের অভিযোগ? সরকারি সূত্র বলছে, সুফল বাংলার স্টকে পিঁয়াজ যথেষ্ট নেই। মঙ্গলবার কোলে মার্কেট থেকে ৪০ কেজি পেঁয়াজ ৩২০০ টাকায় কিনেছে খাদ্য দপ্তর। এখনও পর্যন্ত সব মিলিয়ে কেনা হয়েছে ৬৭ টন পেঁয়াজ। ফলে স্বাভাবিকভাবেই এত পেঁয়াজের মধ্যে মাঝেমধ্যেই পচা পড়ছে। তবে সেই দিকেও যতটা সম্ভব নজর রাখছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.