পিএম কিসান সম্মান নিধি যোজনার আওতায় থাকা বার্ষিক ভর্তুকির ৬০০০ টাকার চতুর্থ কিস্তি একমাত্র সেই সব সুবিধাভোগীই পাবেন যাদের ব্যাংকের সঙ্গে আধার যোগ করা থাকবে। আর তাই ৫কোটি চাষি যারা ডিসেম্বর মাসে চতুর্থ কিস্তির ভর্তুকি পাওয়ার জন্য অপেক্ষা করছেন তাঁদের সকলকে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার যাচাইকরণ করা রয়েছে কিনা তা দেখে নিতে বলা হচ্ছে।
এছাড়াও সেই সকল চাষিদের ব্যাংক অ্যাকাউন্ট কৃষি দফতরের পিএম কিসান সম্মান নিধি যোজনার জন্য দেওয়া রয়েছে কিনা তা যাচাই করে নিতে বলা হচ্ছে।
যদি না থাকে তাহলে আগ্রহীরা যেন দ্রুত তা করেন। অনলাইন এবং অফলাইন দুভাবেই এই কাজ করা যাবে বলেও জানানো হয়েছে। কৃষি দফতরের এক কর্মীর থেকে জানা গিয়েছে, পিএম কিসান প্রকল্পের চতুর্থ কিস্তি থেকে টাকা তাদেরকেই দেওয়া হবে যাদের আধার নম্বর ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করা রয়েছে।
এই প্রকল্পে কেন্দ্রীয় সরকার তিনটে কিস্তিতে বার্ষিক ৬০০০ টাকা করে ভর্তুকি দেবে চাষিদের। যার ফলে এই প্রকল্পের আওতায় যে সকল চাষিরা নিজেদের নাম নথিভুক্ত করেছেন তারা প্রত্যেকে চার মাস অন্তর ২ হাজার টাকা করে পান। তাদের এই টাকা সরাসরি তাঁদের ব্যাংকের অ্যাকাউন্টে চলে যায়। আর এই সকল সুবিধাপ্রাপ্ত চাষিদের বিস্তারিত তথ্য অফিসিয়াল ওয়েবসাইট pmkisan.gov.in এ দেখা যাবে।
২০১৯ ডিসেম্বর থেকে ২০২০ মার্চ মাস পর্যন্ত কিস্তির টাকা তাদেরকেই দেওয়া হবে যাদের ব্যাংকের সঙ্গে আধার যুক্ত রয়েছে।