শীতে শুরুতেই বাজারে আগুন। ভিনরাজ্য আলু রফতানি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল টাস্ক ফোর্স। কতদিন? মুখ্যমন্ত্রীর পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত। শুধু তাই নয়, মূল্যবৃদ্ধি ঠেকাতে পুলিসের সাহায্যে অভিযানও জারি থাকবে।
‘বাংলার আলু কেন বাইরে চলে যাচ্ছে’? গতকাল বৃহস্পতিবার নবান্নে বৈঠকে নিচুতলার পুলিসকর্মীদের নিশানা করেন মুখ্যমন্ত্রী। বললেন, ‘রাজনৈতিক নেতাদের নামে সবাই বদনাম করে বেশি। ৫ টাকা খেলে ৫০০ টাকা বলে দেয় চোর। কিন্তু নিচুতলার কিছু অফিসার, কিছু কর্মী, যাঁরা এই সরকারকে ভালোবাসে না। এবং পুলিসেরও কিছু লোক’। সঙ্গে নির্দেশ, ‘সীমানা দিয়ে বেরিয়ে যাচ্ছে। আবার নিয়ন্ত্রণ কর। তার আগে স্টক আমাকে দেখাবে। কত ছিল, কত বেরিয়েছে, এখন কত আছে’। এরপরই আজ, শুক্রবার তড়িঘড়ি নবান্নে টাস্ক ফোর্সের বৈঠক ডাকেন মুখ্যসচিব মনোজ পন্থ।
এদিকে বৈঠকের আগে সকালে শহরের বিভিন্ন বাজারে যান টাক্স ফোর্সের সদস্য় রবীন্দ্র কোলে। বিক্রেতাদের রীতিমতো ধমক দিতেও যায় তাঁকে। রবীন্দ্রনাথ বলেন, ‘স্টোরে যে আলু আছে .আমরা এটা শুনেছি যে ওই আলুটা অঙ্গনওয়াড়ি বা অন্য সরকারী প্রকল্পের জন্য কিনে নেওয়া হবে। যাতে ওদের অসুবিধা না হয়, সেটা সরকার দেখবে। এমনই প্রতিশ্রুতি মমতাদি দিয়েছেন বলে শুনেছি। অন্য রাজ্যে চলে যাচ্ছে, আপাতত সেটা বন্ধ। সরকারি অনুমতি আপাতত নেই। পরে কী হবে সেটা মমতাদিই সিদ্ধান্ত নেবেন। আপাতত রফতানি বন্ধ বলেই শুনলাম’।