সূক্ষ্ম ভাবে হিন্দুদের পেট ও কর্মের উপরও জিহাদ চলেছে পশ্চিমবঙ্গ রাজ্যে। হ্যাঁ আমাদের রাজ্যতেই….তার অনুমতি দিয়েছে খোদ হাইকোর্ট। তার সঙ্গে প্রচ্ছন্ন মদত দিয়ে চলেছে কিছু হলুদ সাংবাদিক ও তাদের সাংবাদিকতা। এদের মতো কীটদের নিমিত্ত আজ গনতন্ত্রের চতুর্থ স্তম্ভ বিপর্যস্ত।
কেন সেই কথা বলছি?
চিঠি বা পত্র লেখন একসময় শিল্পের পর্যায় ছিল। কিন্ত সেই যান্ত্রিক যুগের সূচনা থেকে তার পাট উঠে গেছে। এখন চিঠি লিখলে লোক হাঁসে।যাক, ভারতীয় ডাক বিভাগ আবার ডাক ব্যবস্থাকে ঢেলে সাজাতে চলেছে। তো তাকেই কেন্দ্র করে পশ্চিমবঙ্গ সরকার ডাক বিভাগে ৫৭৭৮ জন কর্মী নিয়োগ করবে।
ভালো কথা …ভাত দে বলে যারা তাদের কথায় দুটো মানুষ ভাত পাবে। তো? কাহানি মে টুইস্ট কি?
টুইস্ট এটাই যে হাইকোর্ট ,হ্যাঁ হাইকোর্ট বলেছেন যে যোগ্যতা হতে হবে পশ্চিমবঙ্গ মাদ্রাসা হতে পাশ হওয়া ….মানে তাঁরা অনলাইন আবেদন করতে পারবেন।
যাক, একটু ভাবুন । ভাবা প্র্যাকটিস করুন যে কেন ক্যাব ও NRC দরকার….?