Rail Accident in Jharkhand: ট্র্যাকে ট্রাক! জসিডি-আসানসোল মেমু প্যাসেঞ্জারটি দুরন্ত গতিতে এগিয়ে গেল…

কিছুদিন আগেই বন্দে ভারত দুর্ঘটনা ঘটল। দুটি দুর্ঘটনা। একটি বিশাখাপত্তনম-দুর্গ বন্দে ভারত এক্সপ্রেস। অন্য়টি বারাণসী-আগ্রা বন্দে ভারতে। দুটিতেই কোনও হতাহত হয়নি। তবে ফের ঘটল রেল দুর্ঘটনা।

ঝাড়খণ্ডের জসিডি ও শঙ্করপুরের মাঝে এই রেল দুর্ঘটনা ঘটেছে।

  

2/6

ট্র্যাকে ট্রাক

কুমরাবাদ বোহিনি স্টেশন ছাড়ার পরেই ০৩৬৭৬ জসিডি-আসানসোল মেমু প্যাসেঞ্জার ট্রেনটির একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

3/6

ডাউন লাইনে

এর ফলে, ঝাঁঝা থেকে আসানসোলের দিকে ডাউন লাইনে ট্রেন চলাচল আপাতত বন্ধ।

  

4/6

কিছুক্ষণ ব্যাহত

আসানসোল রেল ডিভিশনের  ডিআরএম চেতনা নন্দ সিং জানান, কোনও হতাহতের খবর নেই, ঘণ্টাখানেকের মধ্যেই একটি লাইন চালু হয়ে যাবে। অন্য আরেকটি লাইন আর কিছুক্ষণ পরেই চালু হবে। ততক্ষণ ট্রেন চলাচল একটু ব্যাহত থাকবে।

  

5/6

লোকো পাইলটের তৎপরতায়

কয়েকদিন আগের ওই ঘটনাদুটির একটিতে লোকো পাইলটের তৎপরতায় দুর্ঘটনার হাত থেকে বেঁচেছিল বিশাখাপত্তনম-দুর্গ বন্দে ভারত এক্সপ্রেস। রেল ট্র্যাকে ছিল বড় পাথর! পাথরটির সঙ্গে রেলের চাকার সংঘর্ষ হলে ঘটে যেতে পারত বড় দুর্ঘটনা। ট্রেন বিশাখাপত্তনম থেকে দুর্গ যাচ্ছিল। সেই পথেই পড়ে নুয়াপাড়া। রাত তখন ১০টা। সহসা দেখা গেল রেলপথের বাঁ ট্র্যাকে একটি বড় পাথর পড়ে! লেভেল ক্রসিং থেকে মাত্র ১০০ মিটার দূরে! লোকো পাইলটের উপস্থিতবুদ্ধির জেরে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচেছিল ট্রেনটি।

  

6/6

রেললাইনে বন্যপ্রাণী!

অন্য ঘটনায় আর একটি দুর্ঘটনা থেকে বাঁচে অন্য একটি রুটের বন্দে ভারত। চলেশ্বরের কাছে একটি প্রাণীর সঙ্গে ধাক্কা লাগতে-লাগতে বেঁচে গিয়েছিল বন্দে ভারতটি। ট্রেনটি বারাণসী থেকে আগ্রা যাচ্ছিল। তখন বেশ রাত। ট্রেনটি ঝাঁকুনি দিয়ে গতি কমাতেই সন্ত্রস্ত হয়ে পড়েন যাত্রীরা। কী হল? পরে জানা গিয়েছিল এই ব্যাপার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.