হাওড়ার ফোরশোর রোডে একটি বিয়েবাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। স্থানীয় সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ৫টা নাগাদ ফোরশোর রোডের উপর অবস্থিত একটি অনুষ্ঠান ভবনের তৈরি হওয়া প্যান্ডেলের একাংশে আগুন লাগে। অল্প কিছু ক্ষণের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকে গোটা প্যান্ডেল। প্রচুর পরিমাণে দাহ্য বস্তু থাকায় মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে যায় আশপাশে। পাশে গঙ্গা থাকায় পরিস্থিতি আরও খারাপ হয়। আতঙ্কিত হয়ে আশপাশের বাড়ি থেকে বেরিয়ে এসেছেন মানুষজন।
স্থানীয় সূত্রের খবর, রবিবার সন্ধ্যায় হঠাৎ প্যান্ডেলের একাংশ জ্বলতে দেখেন অনুষ্ঠান ভবনের কর্মীরা। কিছু ক্ষণের মধ্যে গঙ্গার হাওয়ায় আগুন ছড়িয়ে পড়ে অন্যত্রও। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের দুটি ইঞ্জিন। আগুন নেভানোর শুরু হয়। তবে এখনও আগুন নিয়ন্ত্রণে আসেনি।
কী ভাবে আগুন লেগেছে, সেটা এখনও পরিষ্কার নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, শর্টসার্কিট থেকে বিপত্তি ঘটেছে। তবে যে সময় আগুন লেগেছে, তখন ওই জায়গায় কেউ ছিলেন না। তাই হতাহতের কোনও ঘটনা ঘটেনি। তবে যে জায়গায় ওই ভবনটি রয়েছে, সেটি জনবহুল এলাকা। আশপাশে প্রচুর দোকান এবং বাড়ি রয়েছে। স্বাভাবিক ভাবে এই অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।