বর্ষাকাল মানেই বাড়তি চিন্তা। কারণ বর্ষা মানেই মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি। আর এই মশাবাহিত সাধারণ রোগগুলির মধ্যে মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয় ডেঙ্গিতে। অন্যান্য ভাইরাল রোগের মতোই ডেঙ্গির আক্রমণ। কিন্তু প্রাথমিক পর্যায়ে চিকিৎসা না হলে পরবর্তীতে ডেঙ্গির জটিলতা বৃদ্ধি পেতে থাকে।
এই প্রসঙ্গে সম্প্রতি আনন্দবাজার অনলাইনের সঙ্গে এক সাক্ষাৎকারে এইচ পি ঘোষ হাসপাতালের ইন্টারনাল মেডিসিনের বিভাগীয় চিকিৎসক শুভদীপ পাল বলেছেন, “বর্ষা দেরি করে আসার কারণে আমরা সকলেই আশাবাদী ছিলাম যে, এই বছর ডেঙ্গির প্রকোপও কম থাকবে। কিন্তু বাস্তবে তা হয়নি। এই বছরেও ডেঙ্গি ভয়াবহ রূপ নিয়েছে। কিন্তু ডেঙ্গি নিয়ে সাধারণ মানুষের মধ্যে কিছু ভুল ধারণা রয়েছে। অনেকেই মনে করেন ডেঙ্গি হলে আগেই প্লেটলেট কমে যাবে, আর প্লেটলেট কমে গেলেই হাসপাতালে ভর্তি হতে হবে। এই ধারণা পুরোপুরি ঠিক নয়।”
চিকিৎসক পালের কথায়, “ডেঙ্গি অতি সাধারণ একটি ভাইরাল রোগ। চিকিৎসকের পরামর্শ মেনে চললেই তাকে নিয়ন্ত্রণে রাখা যায়। ডেঙ্গির অনেকগুলি উপসর্গগুলির মধ্যে প্লেটলেট কমে যাওয়া একটি লক্ষণ। পরিসংখ্যান খতিয়ে দেখলে বোঝা যাবে, ডেঙ্গিতে মৃত্যুর হার আগের চেয়ে অনেকাংশে কমে গিয়েছে বা নেই বললেই চলে।”
কিন্তু তাই বলে কি ডেঙ্গি নিরাপদ? ডেঙ্গি হলে কী কী উপসর্গ দেখা যায়?
বিশদে জানতে নীচের লিঙ্কে ক্লিক করে ভিডিয়োটি দেখুন:
https://www.youtube.com/embed/TYLE5tfHNAA?enablejsapi=1&origin=https%3A%2F%2Fwww.anandabazar.com
ডেঙ্গি কি নিরাপদ? আলোচনায় চিকিৎসক শুভদীপ পাল
ওই চিকিৎসক আরও বলেছেন, “ডেঙ্গি হলে আগেই হাসপাতালে ভর্তি নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। উপসর্গ দেখলেই তৎক্ষণাৎ চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা উচিত। এ ছাড়াও মাথায় রাখতে হবে ডেঙ্গি অন্যান্য ভাইরাল রোগের মতো হলেও এটি শরীরের অনেক অঙ্গপ্রত্যঙ্গের ক্ষতি করে। তাই সাবধানে থাকা উচিত।”