Srinagar: শ্রীনগরের স্কুলে ভয়াবহ আগুন! পুড়ে ছাই সবকিছু, কান্নায় ভেঙে পড়লেন অভিভাবকরা…

শিশু দিবসের দিন শ্রীনগরের স্কুলে ভয়াবহ আগুন। পুড়ে ছাই হল সবকিছু। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে, জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের একটি স্কুলে চিলড্রেন্স ডে পালন করা হচ্ছিল। সেই সময় শ্রীনগরের রাজবাঘ এলাকার একটি মুসলিম স্কুলের উপর তলায় এই ভবাহয় অগ্নিকান্ড ঘটে। অগ্নিকান্ডের ভয়াবহতা এতটাই ছিল সেই কারণে আতংকের পরিবেশ তৈরি হয় গোটা স্কুল জুড়ে। 

শ্রীনগর পুলিস জানায়, “আমরা দুপুর ১২.৩১ মিনিটে ফোন পায়। সেই ফোন পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। সেই সময় স্কুলের উপরের ফ্লোরে, যে সমস্ত পড়ুয়া এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে কর্মচারীরা আটকে ছিলেন তাঁদের সঙ্গে সঙ্গে নামিয়ে আনা হয়।”

চারিদিকে বাড়িঘর বা গাছপালা ছিল না তাই আগুন বাইরে বেশিদূর ছড়িয়ে যেতে পারেনি। কমপক্ষে ৫৫০ জন দশম শ্রেণির পড়ুয়া সহ ৭০ জন ফ্যাকাল্টি ওই সময় উপস্থিত ছিলেন স্কুলে। যদিও গোটা ঘটনায় গুরুতর আহত হননি কেউই। সবাইকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই সামান্য  চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয় তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.