আবারও রাজ্য পুলিশের সমালোচনায় সরব বারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং৷ ভাটপাড়ায় দলীয় মিছিলে গিয়ে অর্জুন তুলোধনা করলেন রাজ্য পুলিশকে। মিথ্যা মামলা দিয়ে এরাজ্যে বিজেপি কর্মী-সমর্থকদের ফাঁসানোর অভিযোগ অর্জুন সিংয়ের। একইসঙ্গে হায়দরাবাদ পুলিশের পাশে দাঁড়ালেন বিজেপি সাংসদ৷
হায়দরাবাদে এনকাউন্টার প্রসঙ্গে বলতে গিয়ে অর্জুন বলেন, ‘হায়দরাবাদ পুলিশ হয়তো তথ্যপ্রমাণ পেয়েছিল, প্রমাণ পাওয়ার পরই হয়তো এনকাউন্টার করা হয়৷ তবে এনকাউন্টার নিয়ে একাধিক বিরুদ্ধ মতও আছে’৷ হায়দরাবাদের সামশাবাদে ধর্ষণের পর পুড়িয়ে খুন করা হয় পেশায় পশু চিকিত্সক তরুণীকে৷ খুনে অভিযুক্ত চারজনকেই পুলিশ গ্রেফতার করে৷
গ্রেফতারের চারদিন পর চার অভিযুক্তকে নিয়ে পুনর্নির্মাণের জন্য ঘটনাস্থলে যায় পুলিশ৷ পুলিশের দাবি সেই সময়ই পালাতে যায় চার অভিযুক্ত, পুলিশের উপর হামলা চালায় বলে অভিযোগ, আত্মরক্ষার্থেই পুলিশ গুলি চালাতে বাধ্য হয় বলে দাবি পুলিশের৷ এনকাউন্টারে খুন ও ধর্ষণে অভিযুক্ত চারজনই নিহত হয়৷
হায়দরাবাদ পুলিশের ভূমিকায় নরম মনোভাব দেখালেও এরাজ্যের পুলিশের উপর ভরসা নেই অর্জুন সিংয়ের৷ ‘বাংলার পুলিশের উপর ভরসা নেই ৷ বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ৷ মিথ্যা ধর্ষণের মামলা দিয়ে হয়তো গুলি করে দেবে’৷
তৃণমূলনেত্রীর মদতেই এরাজ্যে বিজেপি কর্মী-সমর্থকরা আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ বারাকপুরের বিজেপি সাংসদের ৷ বিজেপিকর্মীদের মারধর করাই মমতা বন্দ্যোপাধ্যায়ের একমাত্র উদ্দেশ্য বলে অভিযোগ বিজেপি নেতার৷
পুলিশ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনার পাশাপাশি রাজ্যপাল নিয়েও এদিন মন্তব্য করেন বারাকপুরের সাংসদ৷ রাজ্য সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাজ্যপালকে হেনস্থা করছে বলে অভিযোগ অর্জুন সিংয়ের৷ অর্জুন বলেন, ‘রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান ৷ প্রায় সব ক্ষেত্রেই রাজ্যপালকে হেনস্থা করা হচ্ছে৷ যেখানেই যাচ্ছেন হেনস্থার শিকার হচ্ছেন জগদীপ ধনখড়৷ সাংবিধানিক প্রধানকে বিধানসভাতেই ঢুকতে দেওয়া হচ্ছে না ৷
বিশ্ববিদ্যালয়ে গেলেও বাধার মুখে পড়তে হচ্ছে রাজ্যপালকে’৷ মুখ্যমন্ত্রীর মদতেই রাজ্যপালকে হেনস্থার অভিযোগ অর্জুন সিংয়ের৷