পুজোয় ছুটি ছিল স্কুল। স্কুল খুলতেই চক্ষু চড়কগাছ প্রধান শিক্ষকের। ভাঙ্গা রয়েছে স্কুলের দরজা। খোলা রয়েছে আলমারি। ডাকা হলো পুলিশকে। ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়ের।
পুজোতে ছুটি ছিল স্কুল। আর এই সুযোগ নিয়েই স্কুল গেটের তালা এবং ভেতরে থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙ্গে চুরি করে দুষ্কৃতিরা। চুরি গিয়েছে স্কুলের বেশ কিছু নথি। স্কুলের আলমারির ভেতর থাকা একটি ল্যাপটপ ভাঙ্গচুর করার চেষ্টা করা হয়েছে। আজ স্কুল খুলতেই বিষয়টি নজরে আসে প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাদের। স্কুলে পৌঁছে শিক্ষকরা দেখেন স্কুলের গেটের তালা ভাঙ্গা রয়েছে, রুমের ভেতর থাকা বেশ কয়েকটি আলমারির তালা ভেঙ্গে ফেলা হয়েছে। আলমারির ভেতর থাকা একটি ল্যাপটপ ভাঙ্গচুর করার চেষ্টা চালিয়েছে দুষ্কৃতীরা। ঘটনার খবর দেওয়া হয় রামজীবনপুর আউট পোস্ট ফাঁড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় পুলিশ। এরপর পুলিশ সমস্ত ঘটনা খতিয়ে দেখে।
শুধু লক্ষ্মীপুর উচ্চ বিদ্যালয়েই নয়, পাশে থাকা লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়েও একই ভাবে তান্ডব চালায় দুষ্কৃতীরা। প্রাথমিক বিদ্যালয়েও ভাঙ্গচুর করা হয়েছে আলমারি।