কর্নাটকে ১৫ আসনের উপনির্বাচনে ১২টি আসনে এগিয়ে বিজেপি, কংগ্রেস দু’টিতে। জনতা দল সেকুলার (JD-S) একটি আসনেও এগিয়ে নেই। উপনির্বাচনে অন্তত সাতটি আসনে জিততে পারলে তবেই একক ভাবে সরকার ধরে রাখা সম্ভব হবে বিজেপির (BJP) পক্ষে। এমতাবস্থায় তারা বিপুল ভাবে জয়ী হওয়ার ইঙ্গিত পেতেই উৎসব শুরু হয়েছে বিজেপি শিবিরে। প্রসঙ্গত, কর্নাটকে বিজেপিকে রুখতে জেডিএসকে সমর্থন দিয়েছিল কংগ্রেস। ২০১৮ সালের মে মাসের নির্বাচনে বিজেপিকে ধাক্কা দিতে কংগ্রেসের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে সরিয়ে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী এইচডি কুমারস্বামীকে মুখ্যমন্ত্রী করেছিলেন।
কিন্তু বিধায়কদের দলবদলে সেই সরকার ঠেকাতে পারেনি জেডিএস-কংগ্রেস (Congress) দুপক্ষই। এদিনের ১৫টি বিধানসভার উপনির্বাচনে ১২টিতে জিতে ইয়েদুরাপপার ব্যাপার মুখ্যমন্ত্রী থাকা পাকা হয়ে গিয়েছে। কংগ্রেস নেতা ডি কে শিবকুমার বলেন, “আমরা হার স্বীকার করে নিচ্ছি। মানুষ দলত্যাগীদেরই সমর্থন করেছেন।”