ধর্মতলায় জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’ ১৭ তম দিনে পড়ল। সোমবারই বিকেলে নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ডাক্তারদের প্রতিনিধিদের বৈঠক হওয়ার কথা। জুনিয়র ডাক্তারেরা মুখ্যসচিব মনোজ পন্থকে রবিবার ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা বৈঠকে যোগ দিতে যাবেন। তবে অনশন তার আগে তুলে নেওয়া হবে না। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে শনিবার মুখ্যসচিব অনশনমঞ্চে গিয়েছিলেন। তাঁর মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ১০ দফা দাবি শোনেন তিনি। জবাবও দেন। কিছু দাবি পূরণের জন্য তিন-চার মাস সময় চেয়ে নেন ডাক্তারদের কাছে। তার পরে সোমবার বৈঠকের কথা বলা হয়। মুখ্যসচিব বলেছিলেন, ডাক্তারদের ১০ জন প্রতিনিধির সঙ্গে নবান্নে বৈঠক হবে। ইমেলে তাঁদের নামও জানাতে বলা হয়েছিল। রবিবার ডাক্তারেরা যে ইমেল মুখ্যসচিবকে পাঠিয়েছেন, তাতে কারও নাম উল্লেখ নেই। কত জন বৈঠকে যাচ্ছেন, তা-ও জানানো হয়নি।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:৩২
ডাক্তারদের ইমেলে কী ছিল?
রবিবার মুখ্যসচিবকে ইমেল করেন জুনিয়র ডাক্তারেরা। তাঁদের ১০ দফা দাবিগুলিই তাতে আরও এক বার উল্লেখ করা হয়েছে। মুখ্যমন্ত্রী বৈঠকের জন্য সময় দেওয়ায় তাঁকে ধন্যবাদও জানানো হয়েছে ইমেলে।
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:৩০
‘শর্ত’ মানা হচ্ছে না
কথা। জুনিয়র ডাক্তারেরা মুখ্যসচিব মনোজ পন্থকে রবিবার ইমেলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, তাঁরা বৈঠকে যোগ দিতে যাবেন। তবে ‘শর্ত’ অনুযায়ী অনশন তার আগে তুলে নেওয়া হবে না। বৈঠকের পর এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। কত জন প্রতিনিধি নবান্নে যাবেন, সে বিষয়েও উল্লেখ করা হয়নি ডাক্তারদের ইমেলে।
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:৩০
বৈঠকের ‘শর্ত’
মমতার সঙ্গে ডাক্তারদের কথোপকথনের পর মুখ্যসচিব তাঁদের একটি ইমেল করেছিলেন। সেখানে বলা হয়েছিল, অনশন তুলে নিলে সোমবার নবান্নে ডাক্তারদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। ১০ জন প্রতিনিধিকেই নবান্নে যেতে বলা হয়েছিল। মুখ্যমন্ত্রী ৪৫ মিনিট সময় দেবেন বলে জানিয়েছিলেন মুখ্যসচিব।
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:২৮
মমতার সঙ্গে ফোনে কথা
শনিবার মুখ্যসচিব অনশনমঞ্চে গিয়েছিলেন। তাঁর মাধ্যমে অনশনকারীদের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী স্বয়ং। ১০ দফা দাবি শোনেন তিনি। জবাবও দেন। কিছু দাবি পূরণের জন্য তিন-চার মাস সময় চেয়ে নেন ডাক্তারদের কাছে। তার পরে সোমবার বৈঠকের কথা বলা হয়।
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:২৬
কী কী দাবিতে বৈঠক?
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:২৪
বিকেলে বৈঠক
জুনিয়র ডাক্তারদের সঙ্গে সোমবার বিকেলে নবান্নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪৫ মিনিট সময় দিতে পারবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বিকেল সাড়ে ৪টের মধ্যে প্রতিনিধিদের পৌঁছে যেতে বলা হয়
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:২৩
অনশনে কারা?
শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৪ ০৮:২২
‘আমরণ অনশন’ ১৭ তম দিনে
গত ৫ অক্টোবর থেকে ধর্মতলায় মেট্রো চ্যানেলের সামনে জুনিয়র ডাক্তারদের ‘আমরণ অনশন’ শুরু হয়েছে। সোমবার তা ১৭ তম দিনে পড়ল।