পার্শ্ব-শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসার ইঙ্গিত দিলেন শিক্ষামন্ত্রী

“আমি তো অনেক আগে থেকেই বলছি আলোচনায় বসার জন্য। তবে সোমবার আলোচনায় বসা সম্ভব নয়। মঙ্গলবার বিকাশ ভবন যাব। চিঠি দেখব। তারপর সিদ্ধান্ত নেব।” শনিবার পার্শ্বশিক্ষকদের তরফে আলোচনায় বসার জন্য চিঠি দেওয়া হয়েছে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterji)। এ প্রসঙ্গে শিক্ষা দপ্তরের মাধ্যমিকের পরিবারের জন্য টেস্ট পেপার উদ্বোধনের এক অনুষ্ঠানে একথা বললেন শিক্ষামন্ত্রী। এদিন পার্শ্ব শিক্ষকদের পক্ষ থেকে কোনও চিঠি প্রাপ্তির কথা অবশ্য তিনি স্বীকার করেন।

এদিকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শিক্ষামন্ত্রী বলেন, “সন্তানেরা অভিভাবকের কাছে আবদার দাবি-দাওয়া করতে পারে কিন্তু অভিবাবকদের ওতো কিছু বলার থাকতে পারে। পার্শ্ব শিক্ষকদের কাছে সরকার অভিভাবকের মত।তাই দীর্ঘদিন ধরেই অভিভাবক কিছু বলতে চাইছে কিন্তু তারা উপেক্ষা করছেন।” তিনি আরও বলেন, সেখানে যদি আসো শিক্ষকরা আলোচনায় বসতে রাজি হয় তাহলে সেটা শুভলক্ষণ বলেই মনে করেন পার্থ চট্টোপাধ্যায়। তবে পার্শ্বশিক্ষকদের কোনও একক সংগঠন নয় সব সংগঠনের সঙ্গে একসঙ্গে বসে দাবি-দাওয়া নিয়ে আলোচনায় বসার ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী।

পাশাপাশি তাঁর বক্তব্য, “একদিকে দাবি-দাওয়া থাকবে অন্যদিকে অবস্থান-বিক্ষোভ চলবে দুটো একসঙ্গে চলতে পারে না। অবস্থান অনুষ্ঠান তুলে নিল সরকার অবশ্যই আলোচনা করবে।” যদিও পার্শ্ব শিক্ষকদের বেতন-ভাতা বাবদ যে দাঁড়িয়ে আছে সেই দাবি যে যুক্তিযুক্ত নয় তা ঐদিন বুঝিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী। বলেন, “কেন্দ্রীয় সরকারের নিয়মে কোথায় পার্শ্বশিক্ষকদের ভাতা বাবদ অর্থ রাজ্য সরকারকে দেওয়া হয় সেটা তারা প্রমাণ দিন। এই পার্শ্বশিক্ষক রা প্রত্যেকেই কোন না কোনও স্কিমের মধ্যে যুক্ত রয়েছে। সেখানে কোনও স্থায়ীকরণ বা বেতন পরিকাঠামো থাকে না।‌” অন্যদিকে, পার্থ চট্টোপাধ্যায় এটাও মনে করিয়ে দিয়েছেন একমাত্র এই সরকারের আমলে ৪০ শতাংশ বেতন বৃদ্ধি হয়েছে পার্শ্ব শিক্ষকদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.