লক্ষ্য ২০ বছরের পুরনো ইতিহাস ফেরানো। সেই লক্ষ্যেই রবিবার বেঙ্গালুরুর মাঠে নেমেছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ২০০৪ সালে ওয়াংখেড়েতে অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল ১০৭ রান। ১৩ রানে ম্যাচ জিতেছিল রাহুল দ্রাবিড়ের দল।
ভারতীয় দলের প্রাক্তন কোচ দ্রাবিড় অধিনায়ক হিসাবে অবিশ্বাস্য জয় পেয়েছিলেন ২০ বছর আগের একটি টেস্টে। সেই দলের অন্যতম সদস্য ছিলেন ভারতীয় দলের বর্তমান কোচ গৌতম গম্ভীর। সে বার প্রথম ইনিংসে ভারত করেছিল ১০৪ রান। জবাবে রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া করে ২০৩ রান। ৯৯ রানে পিছিয়ে থাকা ভারতীয় দল দ্বিতীয় ইনিংসে করে ২০৫ রান। এর পর অস্ট্রেলিয়ার জয়ের লক্ষ্য ছিল ১০৭ রান। কিন্তু ৯৩ রানে শেষ হয়ে যায় পন্টিংদের ইনিংস। ১৩ রানে জয় ছিনিয়ে নেয় ভারত। সেই জয় টেস্ট ক্রিকেটের ইতিহাসে কম রান রক্ষা করার তালিকায় রয়েছে তৃতীয় স্থানে। সেই ম্যাচে ৭ উইকেট নিয়ে ভারতের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন মুরলি কার্তিক। তিনিও রয়েছেন ধারাভাষ্যকার হিসাবে রয়েছেন চিন্নাস্বামী স্টেডিয়ামে।
দ্রাবিড়ের শহরে ২০ বছর আগের পরিস্থিতির মুখোমুখি রোহিতেরা। প্রথম ইনিংসে ৪৬ রানে শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস। নিউ জ়িল্যান্ড জবাবে করে ৪০২ রান। দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ভারতের সংগ্রহ ৪৬২ রান। ফলে নিউ জ়িল্যান্ডের সামনে জয়ের লক্ষ্য সেই ১০৭ রান। যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, রবিচন্দ্রন অশ্বিন, কুলদীপ যাদবেরা কি পারবেন ২০ বছর আগের ইতিহাস ফিরিয়ে আনতে? গম্ভীরের দল সেই লক্ষ্য নিয়েই মাঠে নেমেছে। রোহিতেরা পারবেন কি না, তা জানার জন্য অপেক্ষা করতে হবে।