ফের কলকাতার মা ফ্লাইওভারে দুর্ঘটনা ঘটল। শনিবার রাতে রেলিং টপকে উড়ালপুর থেকে ছিটকে পড়ে মৃত্যু হল এক বাইক চালকের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে পার্ক সার্কাসের ৪ নম্বর ব্রিজের দিক থেকে পিটিএসের দিকে বাইক চালিয়ে যাচ্ছিলেন এক ব্যক্তি। মৃতের নাম কমলেশ সিং। রাত ১০টা নাগাদ ফ্লাইওভারের এজেসি বসু রোড ক্রসিংয়ে রেলিং টপকে উড়ালপুর থেকে বাইক-সহ ছিটকে পড়ে পড়ে যান তিনি। তপসিয়া থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই দুর্ঘটনা ঘটে।
পথচলতি লোকজনের থেকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে পুলিশ। রক্তাক্ত অবস্থায় দুর্ঘটনাগ্রস্ত বাইকচালককে উদ্ধার করে চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। যদিও তাঁকে প্রাণে বাঁচানো সম্ভব হয়নি। কর্তব্যরত চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির কাছে বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে। সেখান থেকে পুলিশ জানিয়েছে, মৃতের নাম কমলেশ সিং। বয়স ৩০ থেকে ৩২ বছর। বাড়ি খিদিরপুর এলাকায়। তাঁর মাথায় সাদা রঙের হেলমেট ছিল। পুলিশ মনে করছে, পিছন থেকে বাইকটিকে ধাক্কা মেরেছিল দ্রুত গতিতে আসা একটি চার চাকা গাড়ি। সেকারণে বাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুরের রেলিং টপকে ছিটকে মাটিতে গিয়ে পড়ে। ঘাতক গাড়ি ফেরার। সেটির সন্ধান শুরু করেছে পুলিশ।
2019-12-08