রাজ্যে একের পর এক মহিলার উপর অত্যাচারের অভিযোগ উঠেই চলেছে। এই পরিস্থিতিতে সুকান্ত মজুমদার অবিলম্বে কেন্দ্রীয় হস্তক্ষেপের আর্জি জানিয়ে চিঠি দিয়েছেন কেন্দ্রীয় নারী সুরক্ষা ও শিশু কল্যাণ মন্ত্রীকে।
কৃষ্ণনগর ও পুরুলিয়ার ঘটনা উল্লেখ করে কেন্দ্রীয় মন্ত্রীকে লেখা চিঠিতে সুকান্ত মজুমদার অভিযোগ করেছেন, “বাংলার মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার মহিলাদের নিরাপত্তা চাই।”
কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে লেখা চিঠিতে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেছেন সুকান্ত মজুমদার। তিনি লিখেছেন, “পশ্চিমবঙ্গের মহিলাদের সুরক্ষা একেবারে তলানিতে এসে ঠেকেছে। তাই এই ব্যাপারে প্রয়োজনীয় তদন্তের আবেদন জানাচ্ছি।”
আর জি কর- এর ঘটনার পর কুলতলীর ঘটনা নিয়েও সরব হয়েছিলেন সুকান্ত মজুমদার। কুলতলীর নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ সামনে আসার পরেই আন্দোলনে নিজে পথে নেমেছিলেন বিজেপির রাজ্য সভাপতি। এবার পুরুলিয়া এবং কৃষ্ণনগরের ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে নানা মহলে।
কুলতলীর ঘটনা নিয়েও কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী অন্নপূর্ণা দেবীকে চিঠি লিখেছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর এবার কৃষ্ণনগর এবং পুরুলিয়ার ঘটনার কথা উল্লেখ করে কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি।