ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট কোহলিকে টপকে গেলেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। ক্রমতালিকায় জীবনের সেরা রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক জো রুট। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্টে সাফল্যের সুবাদেই ক্রমতালিকায় উত্থান ব্রুক, রুটের।
টেস্ট ব্যাটারদের তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন রুট। তবে বাড়িয়ে নিয়েছেন রেটিং পয়েন্ট। মুলতানে প্রথম টেস্টে ২৬২ রানের ইনিংস খেলেছিলেন রুট। সেই সাফল্যের সুবাদে তিনি জীবনের সেরা ৯৩২ রেটিং পয়েন্ট পেয়েছেন। ৮২৯ রেটিং পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেন উইলিয়ামসন। পাকিস্তানের বিরুদ্ধে ৩১৭ রানের ইনিংস খেলে আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বড় লাফ দিয়েছেন ব্রুক। ১১ ধাপ এগিয়ে তিনি এখন উইলিয়ামসনের সঙ্গে যুগ্ম ভাবে দ্বিতীয় স্থানে। তাঁরও রেটিং পয়েন্ট ৮২৯।
ভারতীয়দের মধ্যে শীর্ষে রয়েছেন যশস্বী জয়সওয়াল। তিনি ক্রমতালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। যশস্বীর রেটিং পয়েন্ট ৭৯২। এর আগে তিনি তৃতীয় স্থানে ছিলেন। ব্রুকের উত্থানে এক ধাপ নেমে গিয়েছেন কোহলিও। ৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে তিনি সপ্তম স্থানে। ৭১৮ পয়েন্ট নিয়ে আগের মতোই নবম স্থানে ঋষভ পন্থ। দু’ধাপ এগিয়ে ১৩ নম্বরে রোহিত শর্মা। তাঁর সংগ্রহ ৬৯৩ রেটিং পয়েন্ট।
ক্রমতালিকায় প্রথম দশে রয়েছেন অস্ট্রেলিয়ার তিন ব্যাটার। পঞ্চম স্থানে স্টিভ স্মিথ (৭৫৭), ষষ্ঠ স্থানে উসমান খোয়াজা (৭২৮) এবং অষ্টম স্থানে মার্নাস লাবুশেন (৭২০)। পন্থের সঙ্গে যুগ্ম ভাবে নবম স্থানে রয়েছেন নিউ জ়িল্যান্ডের ডারেল মিচেল (৭১৮)।