উন্নাও কান্ডে নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকার আর্থিক ক্ষতিপূরণ দেবে উত্তরপ্রদেশ সরকার। পাশাপাশি বিচার প্রক্রিয়া দ্রুত সমাপন করার জন্য ফাস্টট্রেক আদালতে এই মামলার চলবে। শনিবার নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে উন্নাও গিয়ে দেখা করেন রাজ্য মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য ও কমল রানি। তাঁদের সঙ্গে ছিলেন উন্নাওয়ের সাংসদ সাক্ষী মহারাজ। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের মন্ত্রী স্বামী প্রসাদ মৌর্য জানিয়েছেন, অপরাধীরা যাতে দ্রুত শাস্তি পায় সেই জন্য ফাস্টট্রেক গড়া হবে। মুখ্যমন্ত্রীর তহবিল থেকে নিহত নির্যাতিতার পরিবারকে ২৫ লক্ষ টাকা দেওয়া হবে। রাজ্য সরকার এবং মুখ্যমন্ত্রী স্বয়ং নির্যাতিতার পরিবারের পাশে রয়েছে। পরিবারটি যাতে দ্রুত বিচার পায় সেই ব্যবস্থা করা হবে। সমস্ত অপরাধীদের দ্রুত গ্রেফতার করা হবে। পরিবারের সদস্যরা যেমন ধরণের তদন্ত চাইবে, তেমনই তদন্ত হবে। কোনও অপরাধীকে রেয়াত করা হবে না। বিষয়টি নিয়ে রাজনীতি করা উচিত নয়। অন্যদিকে সাক্ষী মহারাজ জানিয়েছেন বিষয়টি নিয়ে তিনি সংসদে সরব হবেন।
2019-12-08