IND vs NZ: ‘এখন বোলারদের জমানা, ৯৯% গ্যারান্টি দেয় জেতার’! মানসিকতা বদলের আওয়াজ তুললেন জিজি

বাংলাদেশকে ২ ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করেছে ভারত। আত্মবিশ্বাসী রোহিত শর্মারা এবার ঘরের মাঠে আমন্ত্রণ জানাচ্ছে  টম ল্যাথামের নিউ জিল্য়ান্ডকে। তিন ম্য়াচের টেস্ট সিরিজ শুরু ১৬ অক্টোবর, বুধবার থেকে। ভেন্য়ু- বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম। দ্বিতীয় টেস্ট ২৪ অক্টোবর পুণেতে। সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট মুম্বইয়ে। বেঙ্গালুরু ও পুণে ও মুম্বই মিলিয়ে তাঁর নজরে থাকবেন বোলাররাই। এমনটাই বলে দিলেন ভারতীয় দলের হেডমাস্টার গৌতম গম্ভীর (Gautam Gambhir)! প্রথম টেস্টে নামার আগে সোমবার প্রথামাফিক প্রাক ম্য়াচ সাংবাদিক বৈঠক করেছিলেন জিজি। এবার পুরনো মানসিকতা বদলের আওয়াজ তুললেন জিজি।

গম্ভীর এদিন বলেন যে, এবার থেকে কথা বলবে বোলাররাই, ব্যাটারদের যুগ শেষ। প্রাক্তন বিশ্বকাপজয়ীর  সংযোজন, ‘দেখুন ওই যুগ অতীত। এখন বোলারদের জমানা। ব্যাটাররা শুধু ম্যাচ সেট করে দেয়। আমাদের এই ব্যাটার নির্ভর মানসিকতা বদলাতে হবে। যদি একজন ব্যাটার ১০০০ রানও করে, তাহলেও জয়ের গ্যারান্টি নেই। কিন্তু বোলাররা ২০ উইকেট নিলে ৯৯%  টেস্ট ম্য়াচ জেতার গ্যারান্টি থাকে। যদি টেস্ট ম্যাচ বা অন্য কোনও ফরম্যাট হয়, বোলাররা আপনাকে ম্যাচ এবং টুর্নামেন্ট জিতিয়ে দেয়। এই যুগে আমরা ব্যাটারদের তুলনায় বোলারদের নিয়ে বেশি কথা বলব, এবং আমি আশা করি এই মানসিকতার পরিবর্তন হবে।’

গম্ভীর এদিন আরও বললেন, ‘আমরা এমন দল হতে চাই যারা একদিনে ৪০০ রান করতে পারবে এবং টেস্ট ম্যাচ বাঁচানোর জন্য ২ দিন ব্যাট করতেও পারবে। এই বৃদ্ধি এবং অভিযোজনযোগ্যতা আমরা খুঁজছি। আর এটাই টেস্ট ক্রিকেট। ড্রেসিংরুমে আমাদের ব্যাটাররা আছে, যারা এই দুই কাজই করতে পারে। আমাদের প্রথম লক্ষ্য় সবসময় জেতা। তবে যদি এমন পরিস্থিতি তৈরি হয় যেখানে আমাদের ড্রয়ের জন্য খেলতে হচ্ছে, তাহলে সেটাই আমাদের দ্বিতীয় ও তৃতীয় বিকল্প হবে।’ যারা তাদের স্বাভাবিক খেলা খেলতে চায়, আমরা তাদের আটকে রাখব না। একদিনে ৪০০-৫০০ রান করতে পারে এমন খেলোয়াড়দের আটকে রাখব কেন? টি-টোয়েন্টি ক্রিকেটের ক্ষেত্রে, আমি সবসময় বলেছি যে, আমরা উচ্চ-ঝুঁকিপূর্ণ খেলব, যা আমাদের ফল দেবে। এমন দিন আসবে যখন আমরা ১০০ রানে আউট হয়ে যাব। কিন্তু আমরা এভাবেই খেলে যেতে চাই, এভাবেই আমরা বিনোদন দিতে চাই।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.