ফের ডেঙ্গির বলি হাওড়ায়। মৃত দেবশ্রী পাল (২২) ডোমজুড়ের উত্তর ঝাপড়দহের বাসিন্দা। জানা গেছে, সপ্তাহখানেক ধরে জ্বরে ভুগছিলেন এই তরুণী। শুক্রবার রাতে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর।
দেবশ্রীর পরিবার সূত্রে জানা গেছে, গত পয়লা ডিসেম্বর তাকে ডোমজুড় গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্লেটলেট কমে যাচ্ছিল দ্রুত। তখন হাওড়া জেলা হাসপাতালে রেফার করা হয় তাঁকে। এরপরেই দেবশ্রীকে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করে তাঁর পরিবারের লোকজন। হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন তিনি। কিন্তু তাঁর অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে।
শুক্রবার রাতে মৃত্যু হয় তাঁর।
জানা গেছে, হাসপাতাল থেকে দেওয়া মৃত্যুর শংসাপত্রে মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিনড্রোমের উল্লেখ করা হয়েছে। দেবশ্রীর বাড়ির লোকের অভিযোগ, তাঁদের এলাকায় চূড়ান্ত মশার উপদ্রব। কিন্তু পঞ্চায়েত থেকে মশা মারার তেল অথবা ব্লিচিং পাউডার কিছুই ছড়ানো হয় না। ফলে দিনের পর দিন এই উপদ্রব আরও বাড়ছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে জেলা প্রশাসন।
দেবশ্রীর ঘটনায় হাওড়ায় ডেঙ্গিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫। তবে এই হিসেব পুরোটাই বেসরকারি। সরকারিভাবে এর সত্যতা স্বীকার করা হয়নি।