দ্বিতীয় দফার নির্বাচনে একাধিক বুথ দখলের অভিযোগ আসতে শুরু করেছে। বিস্ফোরণের ঘটনাও আসছে। তারই মাঝে গুমলার সিসোই বিধানসভার বাঘনি গ্রামের পরিস্থিতি তীব্র উত্তেজনাময়।
এই গ্রামের ভোটকেন্দ্রে রিগিং হচ্ছিল বলে অভিযোগ। ভোটারদের অভিযোগ, নিরাপত্তার কথা বলা হলেও তেমন কিছু ছিলনা প্রথম দিকে। বেলা গড়াতেই রিগিং রুখতে নিরারত্তারক্ষীদের গুলিতে এক যুবকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গুলিতে আরও তিনজন জখম।
জখমদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। নিহত যুবক ভোটার বলেই দাবি করছেন বাঘনি গ্রামের বাসিন্দারা। অভিযোগ, বুথ দখল রুখতে রক্ষীরা গুলি চালান। তাতেই মৃত্যু হয় যুবকের।
ঘটনার পর থেকে এলাকা থমথমে। প্রচুর পুলিশ ও সিআরপিএফ মোতায়েন করা হয়েছে। বন্ধ ভোটগ্রহণ। এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
এদিকে যুবকের মৃত্যুর পর গ্রামবাসীরা উত্তেজিত হতে পড়েন। শুরু পুলিশের উপর পাথর ছোঁড়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিরাট সংখ্যক পুলিশ বুথ কেন্দ্র ঘিরে রেখেছে।
বাঘনি গ্রামের মহিলারা বঁটি-কাটারি-দা নিয়ে রাস্তা অবরোধ করেন। তাদের অবরোধের জেরে আরও গরম হয় পরিস্থিতি । অভিযোগ, পুলিশ ইচ্ছে করে গুলি চালিয়েছে।
বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে অন্যতম নজরকাড়া প্রার্থী মুখ্যমন্ত্রী রঘুবর দাস। তিনি লড়ছেন পূর্ব জামশেদপুর থেকে। বিজেপি বনাম জেএমএম-কংগ্রেস-আরজেডি মহাজোটের লড়াই চলছে। ৫ দফায় হবে নির্বাচন।
একনজরে দ্বিতীয় দফা-
৫ দফার নির্বাচনে শুক্রবার দ্বিতীয় দফার ছোট। এই পর্বের নির্বাচনে ২০টি আসনের ভোট নেওয়া হবে।
ছটি জেলায় ছড়িয়ে এই কেন্দ্রগুলি। নির্বাচনে মাওবাদী হামলার আশঙ্কা প্রবল।
নিরাপত্তার কারণে ৪২ হাজারের বেশি রক্ষী মোতায়েন করা হয়েছে। ৪৮ লক্ষের বেশি ভোটার।
ঘাটশিলা,সরায়কেলা, বাহারগোড়া, চাঁইবাসা, পূর্ব ও পশ্চিম জামশেদপুরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রের নির্বাচন হচ্ছে এই পর্বে।