সোমবার এক জোড়া লোকাল ট্রেন বাতিল এবং তিনটি স্টেশনে দুটি এক্সপ্রেস ট্রেনের বাড়তি স্টপেজের কথা রেলসূত্রে জানা গিয়েছে।
হাওড়া ডিভিশনে ট্র্যাক রক্ষণাবেক্ষণের জন্য এক জোড়া হাওড়া – বর্ধমান (ভায়া কর্ড) ইমু লোকাল বাতিল করা হয়েছে। জৌগ্রাম এবং গুরাপ স্টেশনের মধ্যে ডাউন হাওড়া- বর্ধমান কর্ড লাইনে ট্র্যাক রক্ষণাবেক্ষণ কাজের সম্প্রসারণের জন্য, ৩৬৮১১ হাওড়া- বর্ধমান লোকাল এবং ৩৬৮১২ বর্ধমান- হাওড়া লোকাল ৭ অক্টোবর বাতিল থাকবে।
দুটি এক্সপ্রেস ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য ভিন্ন ভিন্ন স্টেশনে অতিরিক্ত স্টপেজের ব্যবস্থা করা হয়েছে। ০৪৩১১/০৪৩১২ হাওড়া- হরিদ্বার- হাওড়া এক্সপ্রেস স্পেশাল এবং ০৪৬৮১/০৪৬৮২ কলকাতা- জম্মু তাউই- কলকাতা এক্সপ্রেস স্পেশাল শাহজেহানপুর, হারদোই এবং লখনউ স্টেশনে অতিরিক্ত স্টপেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শনিবার থেকেই এটি কার্যকরী হচ্ছে।