ভোডাফোন আইডিয়া ও এয়ারটেলের পরে অবশেষে ট্যারিফের দাম বাড়াল জিও। বুধবার কোম্পানির নতুন ট্যারিফ সামনে এসেছে। শুক্রবার থেকে নতুন প্ল্যাগুলি কার্যকর হবে। ২৮ দিন থেকে ৩৬৫ দিন ভ্যালিডিটির বিভিন্ন প্ল্যান লঞ্চ করেছে মুকেশ ম্বানির কোম্পানি। নতুন প্ল্যানের দাম শুরু হচ্ছে ১২৯ টাকা থেকে। সর্বোচ্চ ২,১৯৯ টাকা প্ল্যানে ৩৬৫ দিন বৈধতা পাওয়া যাবে। সম্প্রতি বিবৃতি প্রকাশ করে নতুন প্ল্যানের ঘোষণা করেছে জিও। ৬ ডিসেম্বর থেকে নতুন প্ল্যান কার্যকর হবে।
১২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে মোট ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ১৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ২৪৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন। ৩৪৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ৩ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিন।
৩৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন। ৪৪৪ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৫৬ দিন।
৩২৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে মোট ৬ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। ৫৫৫ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন। ৫৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ৩০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন।
১২৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে মোট ১২ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন। ২১৯৯ টাকা প্ল্যানে আনলিমিটেড (অন্য নেটওয়ার্কে ১২০০০ মিনিট) কল করা যাবে। সাথে থাকছে দিনে ১.৫ জিবি ডেটা। এই প্ল্যানের ভ্যালিডিটি ৩৬৫ দিন।