গার্ডেনরিচ জল প্রকল্পে রক্ষণাবেক্ষণ, দক্ষিণ কলকাতায় বন্ধ জল-পরিষেবা

ফের জল-সমস্যার মধ্যে পড়তে চলেছেন দক্ষিণ কলকাতা ও দক্ষিণ শহরতলির মানুষজন| শনিবার, ৭ ডিসেম্বর সকাল থেকে পরের দিন রবিবার সকাল পর্যন্ত দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ অংশে বন্ধ থাকবে পরিস্রুত পানীয় জল পরিষেবা| এই সময়ের মধ্যে গার্ডেনরিচ জল প্রকল্পের পরিশোধিত পাইপ লাইনের মেরামতি-সহ একাধিক রক্ষণাবেক্ষণ সংক্রান্ত কাজের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে|
শনিবার সকাল দশটার পর থেকে দক্ষিণ কলকাতার গার্ডেনরিচ, যাদবপুর, টালিগঞ্জ, কসবা, বাঘাযতীন, রানিকুঠি, গল্ফগ্রিনে পরিস্রুত পানীয় জল পরিষেবা বন্ধ থাকবে| জল বন্ধ থাকবে মহেশতলা ও বজবজ পুর এলাকাতেও| পরের দিন ৮ ডিসেম্বর, রবিবার সকাল থেকে আবার পানীয় জল পরিষেবা স্বাভাবিক হবে|
গার্ডেনরিচ জল প্রকল্প থেকে দক্ষিণ কলকাতায় বিস্তীর্ণ এলাকায় জল সরবরাহ হয়। গার্ডেনরিচ জল প্রকল্পের পরিশোধিত পাইপ লাইনের মেরামতি সংক্রান্ত কাজের জন্যই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে| তবে, কাজ দ্রুত মিটিয়ে যাতে পরিষেবা তাড়াতাড়ি চালু করা যায় সেই চেষ্টাই করছে পুর-কর্তারা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.