IND vs BAN: ভারতকে পাল্টা বাংলাদেশের, শুরু হচ্ছে সাকিবহীন যুগ, ১৪ মাস পর আস্তিনে এই অস্ত্র!

ভারত-বাংলাদেশ (IND vs BAN) দু’ ম্যাচের টেস্ট সিরিজের, দ্বিতীয় তথা শেষ টেস্ট শুরু হয়েছে কানপুরের গ্রিনপার্ক স্টেডিয়ামে। গত শুক্রবার খেলার প্রথম দিনের যবনিকা পতন হয়েছি ৩৫ ওভারের পরেই! মন্দ আলো এবং তুমুল বৃষ্টির কারণেই প্রথম সেশনের পর আর মাত্র পাঁচ ওভারই করা গিয়েছিল। তারপর হয়ে যায় স্টাম্পস! দ্বিতীয় দিনেও এই বৃষ্টির কারণেই একটিও বল গড়ায়নি মাঠে। তৃতীয় দিন অর্থাত্‍ রবিবারও সেই গতকালেরই অ্যাকশন রিপ্লে। চা বিরতির ঠিক আগেই খেলা পরিত্যক্ত হয়ে গেল!

টেস্ট সিরিজ শেষ হলেই শুরু হয়ে যাবে দুই দেশের তিন ম্য়াচের টি-২০ সিরিজ। ভারত গতকাল পূর্ণশক্তির দল ঘোষণা করেছিল। রবিবার বাংলাদেশও কুড়ি ওভারের যুদ্ধের সৈন্য়দের বেছে নিয়েছে। সাকিব আল হাসান (Shakib Al Hasan) আগেই জানিয়ে ছিলেন যে, তিনি আর দেশের জার্সিতে কুড়ি ওভারের ক্রিকেট খেলবেন না। ফলে সাকিব পরবর্তী যুগের শুভারম্ভ হল এবার। 

নাজমুল হোসেন শান্তর কাঁধেই থাকছে নেতৃত্বের গুরুদায়িত্ব। তওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা রয়েছেন যথারীতি। দলে রাখা হয়েছে মাহমুদুল্লাহকেও। প্রায় ১৪ মাস পর টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। ২০২৩ সালে তিনি শেষবার আফগানিস্তানের বিরুদ্ধে খেলেছিলেন। দলে আছেন পারভেজ হোসেন ইমন ও রাকিবুল হাসানকে। চোট কাটিয়ে দলে ফিরলেন পেসার শরিফুল ইসলাম। সঙ্গে আছেন তাসকিন-সাকিব-মুস্তাফিজরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.