ফের নামল কলকাতার তাপমাত্রা। এদিন সকালে তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এবছরের সব থেকে কম। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা।
ফের নামল কলকাতার তাপমাত্রা। এদিন সকালে তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এবছরের সব থেকে কম। জেলাগুলিতেও নেমেছে তাপমাত্রা। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে, শুক্রবার থেকে ঊর্ধ্বমুখী হতে পারে তাপমাত্রা।
মঙ্গলবার কলকাতার তাপমাত্রা ছিল ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। সেদিন ছিল এ মরশুমের শীতলতম। মাঝে একটি দিন, বুধবার তাপমাত্রা ১৭ ডিগ্রিতে চলে যায়। বৃহস্পতিবার সকালে ফের নেমে যায় তাপমাত্রা। এদিন সকালে কলকাতার তাপমাত্রা ছিল ১৫.৯ ডিগ্রি সেলসিয়াসে।
বৃহস্পতিবার সকালে কলকাতার তাপমাত্রা ১৫.৯ ডিগ্রি সেলসিয়াস। যা এখনও পর্যন্ত এই মরশুমের শীতলতম।
আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, ২-৩ দিন তাপমাত্রা নামার পর ফের দু তিনদিনের জন্য বাড়বে তাপমাত্রা। সেই মতো শুক্রবার থেকে বাড়তে পারে তাপমাত্রা। জানাচ্ছে হাওয়া অফিস।
একদিকে যেমন কলকাতার পারদ নেমেছে, ঠিক তেমনই নেমেছে পশ্চিমাঞ্চলের জেলাগুলির পারদও। আপাতত ভাবে ১৩ থেকে ১৪ ডিগ্রির মধ্যে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতার আশপাশের জেলাগুলিতে তাপমাত্রা ১৬ থেকে ১৭ ডিগ্রির মধ্যে রয়েছে।