দেহ উদ্ধারের সেই সকালে সন্দীপ-অভিজিৎ ফোনে কথাবার্তা! ‘বৃহত্তর ষড়যন্ত্র’ থাকতেও পারে: সিবিআই

আরজি করের মহিলা চিকিৎসককে ধর্ষণ এবং খুনের ঘটনায় শনিবার রাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। শুধু সন্দীপ নন, এই মামলায় টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেন তদন্তকারী। সুপ্রিম কোর্টে এই মামলার শুনানিতে সিবিআই বার বার দাবি করেছে, ঘটনার তথ্যপ্রমাণ লোপাট করা হয়েছে। এমনকি ঘটনাস্থল বিকৃত করা হয়েছে বলেও শীর্ষ আদালতে সওয়াল করে সিবিআই। এফআইআর দায়ের দেরিতে করা নিয়েও প্রশ্ন উঠেছিল সুপ্রিম কোর্টে। সেই সব অভিযোগের ভিত্তিতেই শনিবার গ্রেফতার করা হয় সন্দীপ এবং অভিজিৎ-কে।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৪৪ key status

অ্যারেস্ট মেমো নিয়ে প্রশ্ন অভিজিতের

আদালতে অভিজিৎ বলেন, ‘‘আমাকে ছ’বার নোটিস দেওয়া হয়েছে। শেষ বার ১৪ তারিখ পাঠানো হয়। আমি অভিযুক্ত না সাক্ষী সেটা আমাকে জানানো হয়নি। আমার শারীরিক অবস্থার কথা জানিয়েছিলাম। বিভিন্ন নথিও দিয়েছিলাম।’’ তাঁর আইনজীবীর সওয়াল, ‘‘আমার মক্কেলের অ্যারেস্ট মেমো নিয়ে প্রশ্ন আছে। সেখানে তাঁর স্ত্রী বা আত্মীয়ের কোনও সই নেই। কিসের ভিত্তিতে গ্রেফতার করা হচ্ছে, তা-ও দেখানো হয়নি।’’

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৩৪ key status

অভিজিতের আইনজীবীকে সওয়ালে বাধা

শুনানিতে টালার প্রাক্তন ওসির আইনজীবীকে সওয়াল করতে বাধা দেন আইনজীবীদের একাংশ। আদালতে অভিজিতের জামিনের আবেদন করতে চান তাঁর আইনজীবী। সে সময়  বার কাউন্সিলের এক আইনজীবী প্রশ্ন তোলেন, ‘‘এই ওসি যা করেছেন, তার পর তাঁর হয়ে জামিনের আবেদন করতে এসেছেন? উনি ওসি হোন বা যেই হোন, পুলিশ কম দোষী নয়।’’

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২৯ key status

অনেক দেরিতে বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয়: সিবিআই

ঘটনার অনেক পরে বাজেয়াপ্ত প্রক্রিয়া শুরু হয় বলে শনিবার আদালতে দাবি করে সিবিআই। তাদের আইনজীবী বলেন, ‘‘প্রথমে আত্মহত্যা বলা হয়েছিল। কিন্তু দেখেই বোঝা যাচ্ছিল যৌন নির্যাতন হয়েছে। অনেক দেরিতে সব কিছু বাজেয়াপ্ত করা হয়েছে।’’ সন্দীপের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছে সিবিআই। তারা আদালতে বলে, ‘‘সন্দীপ ওই মেডিক্য়াল কলেজের মাথায় ছিলেন। ওঁরা ঠিক ভাবে প্রক্রিয়া অনুসরণ করেননি।’’

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:২০ key status

সত্যিইটা জানতে চাই: সিবিআই

আদালতে সিবিআই সওয়াল ‘‘অনেকে বলছেন পুলিশ এবং সিবিআইয়ের মধ্যে টানাটানি আছে। কিন্তু এ রকম নয়। আমরা সত্যিটা জানতে চাইছি।’’ অভিযুক্তদের বিরুদ্ধে কী কী ধারা দেওয়া হয়েছে তা জানতে চান বিচারক। সিবিআই তা আদালতে জানায়। তার পরই বিচারক ওই ধারাগুলোর মধ্যে থেকে একটি ধারা উল্লেখ করে বলেন, ‘‘আমি যত দূর জানি এটা জামিনযোগ্য।’’

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:১৪ key status

বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে সিবিআই

মহিলা চিকিৎসকের দেহ উদ্ধারের দিন সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসির মধ্যে ফোনে কথা হয়েছিল, আদালতে এমনই দাবি করল সিবিআই। দু’জনের কল রেকর্ডিং পরীক্ষা করে এই ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলেও জানানো হয় আদালতে। সিবিআইয়ের আইনজীবীর সওয়াল, এই ঘটনার নেপথ্যে বৃহত্তর ষড়যন্ত্র থাকতে পারে। সে বিষয়টি খতিয়ে দেখা হবে।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৪:০৪ key status

সওয়াল-জবাব শুরু

দুপুর ২টো নাগাদ শিয়ালদহ আদালতে সওয়াল-জবাব শুরু হল। 

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪১ key status

তিন দিন নিজেদের হেফাজতে চাইতে পারে সিবিআই

কিছু ক্ষণ পরেই আদালতে শুনানি শুরু হবে। সূত্রের খবর, সন্দীপ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে তিন দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করতে পারে সিবিআই। অন্য দিকে, জামিনের আবেদন করতে পারেন অভিজিৎ।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩২ key status

শিয়ালদহ আদালতে সন্দীপ

সাড়ে ১২টা নাগাদ সন্দীপ ঘোষকে নিয়ে শিয়ালদহ আদালতে পৌঁছল সিবিআই।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:২২ key status

শিয়ালদহ আদালতের বাইরে আঁটসাঁট নিরাপত্তা

শিয়ালদহ আদালতের বাইরে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। এর আগে দু’বার সন্দীপকে হাজির করানোর সময় আদালত চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই আগেভাগে পুলিশি বন্দোবস্ত করা হয়েছে।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১২:১৮ key status

শিয়ালদহ আদালতের পথে সন্দীপ

বেলা ১২টা নাগাদ প্রেসিডেন্সি সংশোধনাগার থেকে বার করে আনা হয় সন্দীপকে। তার পর তাঁকে তোলা হয় প্রিজ়ন ভ্যানে। তাঁকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদহ আদালতে। 

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৬ key status

সন্দীপকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু

সন্দীপকে হেফাজতে নেওয়ার তোড়জোড় শুরু করল সিবিআই। আরজি করের আর্থিক অনিয়ম অভিযোগে আগেই গ্রেফতার হয়েছিলেন তিনি। বর্তমানে সন্দীপ সেই মামলাতেই প্রেসিডেন্সি সংশোধনাগারে রয়েছেন। শনিবার রাতে চিকিৎসক খুনের ঘটনায় তাঁকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখায় সিবিআই। রবিবার  আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য শিয়ালদহ আদালতে আবেদন করবেন কেন্দ্রীয় তদন্তকারীরা।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:২৭ key status

হাসপাতালে আনা হল অভিজিৎকে

আদালতে হাজির করানোর আগে স্বাস্থ্য পরীক্ষা করানোর জন্য অভিজিৎকে বিআর সিংহ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখান থেকেই তাঁকে শিয়ালদহ আদালতে হাজির করানো হবে।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:১৬ key status

জুতো দেখানো হল ওসি-কে

সিজিও কমপ্লেক্স থেকে অভিজিৎকে বার করতেই ক্ষুব্ধ জনতা স্লোগান দিতে শুরু করেন। দেখানো হয় জুতোও।

জুতো দেখানো হল অভিজিৎকে।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০ key status

সিজিও থেকে বার করা হয় অভিজিৎকে

সকাল ১১টা নাগাদ সিজিও থেকে বার করা হল টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে।  মেডিক্যাল পরীক্ষার করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে তাঁকে।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ key status

ধৃতদের আদালতে হাজির করাবে সিবিআই

টালা থানার তৎকালীন ওসি অভিজিৎকে রবিবার সকালে আদালতে হাজির করানো হবে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে। তাই তাঁকেও রবিবারই আদালতে হাজির করানো হবে।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ key status

সন্দীপের গ্রেফতারিতে উচ্ছ্বাস জুনিয়র ডাক্তারদের

সন্দীপের গ্রেফতারির খবর সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে ধর্নায় বসা চিকিৎসকদের কাছে পৌঁছতেই তাঁরা উচ্ছ্বাসে ফেটে পড়েন। নানা রকম স্লোগান ওঠে সেখানে। আরজি কর-কাণ্ডের ৩৬ দিনের মাথায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করার ঘটনায় পড়ুয়া এবং জুনিয়র ডাক্তাররা বলেন, ‘‘বিচারের দিকে এক পা এগোনো গেল। তবে ঘটনার পর ৩৫ দিন কেন সময় লাগল সেটাও আমাদের প্রশ্ন।’’

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০ key status

চিকিৎসক খুনের মামলা গ্রেফতারি বেড়ে তিন

মহিলা চিকিৎসক ধর্ষণ-খুনের মামলায় এর আগে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করেছিল পুলিশ। তার পর সেই মামলা পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে চলে যায়। গত এক মাস ধরে তদন্তকারীরা বেশ কয়েক জনকে জিজ্ঞাসাবাদ করেছে। ধৃতকে সিভিক ভলান্টিয়ারকে নিজেদের হেফাজতে নিয়ে জেরাও করেছে সিবিআই। মোট সাত জনের পলিগ্রাফ টেস্ট করায় তারা। তার পরই সন্দীপ এবং অভিজিৎ-কে গ্রেফতার করে সিবিআই।

timer শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০২৪ ১০:৫৮ key status

আরজি কর-কাণ্ডে প্রথম গ্রেফতার সিবিআইয়ের

আরজি কর-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। তথ্যপ্রমাণ লোপাট, ঘটনা ধামাচাপা দেওয়ার অভিযোগও ওঠে। শনিবার সেই সব অভিযোগের ভিত্তিতে আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গত ১৪ অগস্ট এই মামলার তদন্তভার হাতে নেয় কেন্দ্রীয় তদন্তকরী সংস্থা। এক মাস পর আরজি করে ধর্ষণ-খুনের মামলায় প্রথম গ্রেফতার করল তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.