আশঙ্কাই সত্যি হল! দীর্ঘ সময় নিখোঁজ থাকার পর উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙধার এলাকায় বরফের নীচ থেকে উদ্ধার হল ৩ জন সেনা জওয়ানের দেহ| এছাড়াও জম্মু ও কাশ্মীরের বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে তুষারধসের কবলে পড়ে মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানের| সেনাবাহিনী সূত্রের খবর, বিগত ২৪ ঘন্টায় উত্তর কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার (এলওসি) কাছে তুষারধসে মৃত্যু হয়েছে ৪ জন সেনা জওয়ানের|
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার বিকেলে উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার তাঙধার এলাকায় ভারতীয় সেনাবাহিনীর ছাউনিতে তুষারধস নামে| বেশ কয়েকজন সেনা জওয়ানকে উদ্ধার করা সম্ভব হলেও, খোঁজ পাওয়া যায়নি ৩ জন সেনা জওয়ানের| রাতভর বরফের নীচে চাপা থাকার পর বুধবার ওই ৩ জন জওয়ানের দেহ উদ্ধার করা হয়েছে|
অপর ঘটনাটি ঘটেছে বান্দিপোরা জেলার গুরেজ সেক্টরে| সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার গুরেজ সেক্টরের দাওয়ার এলাকায় তুষারধসের কবলে পড়ে সেনাবাহিনীর পেট্রোলিং পার্টি| বরফের নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে একজন সেনা জওয়ানের| সৌভাগ্যবশত একজন সেনা জওয়ানকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে|
2019-12-04