ঝাড়গ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের জন্য নিশুল্ক জয়পুরফুট এর কৃত্রিম হাত, পা, ট্রাইসাইকেল, হুইল চেয়ার ও অন্যান্য সহায়ক যন্ত্রাদি দেবার ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
শ্রী ভগবান মহাবীর বিকলাঙ্গ সহায়তা সমিতি, জয়পুর দিল্লির সহায়তায় এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আজ ৮ ও কাল ৯ সেপ্টেম্বর ঝাড়গ্রাম বিডিও অফিসের পার্শ্ববতী রাজীব গান্ধী ভারত সেবা কেন্দ্রে এই ক্যাম্প চলবে। আজ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শাসক সুনীল আগরওলা, অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) প্রসেনজিৎ চক্রবর্তী, ঝাড়গ্রাম ব্লক উন্নয়ন আধিকারিক ও অন্যান্য বিশেষ অতিথিরা।
এই অনুষ্ঠানের সূচনা হয় ৩০ আগস্ট লালগড় বিডিও অফিস থেকে, পরবর্তী ২-৩ সেপ্টেম্বর নয়াগ্রাম, ৫-৬ সেপ্টেম্বর গোপীবল্লভপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৮-৯ সেপ্টেম্বর ঝাড়গ্রামে এই অনুষ্ঠান চলছে। এর ফলে পুরো জেলায় প্রায় ১৫০০ জন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের উপকার হবে।