রাস্তায় রং-বাজির অন্য ছবি দেখল কলকাতা! গড়িয়া থেকে যাদবপুরের রবিসন্ধ্যা চিত্রকরদের

রাস্তাকেই ক্যানভাস হিসাবে ব্যবহার করে ছবি আঁকার মাধ্যমে প্রতিবাদ যাদবপুর আর্টিস্ট ফোরামের। রবিবার রাত ৯টা থেকে গড়িয়া মোড়, গাঙ্গুলিবাগান মোড়, বাঘাযতীন মোড়, সুকান্ত সেতু এবং ৪৫ বাইপাস কানেক্টরে লিখে এবং এঁকে প্রতিবাদ জানাচ্ছেন শিল্পীদের একাংশ। শামিল হয়েছেন সাধারণ মানুষও।

শুধু মূল বিষয়গুলি

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৪০ key status

রাস্তা জুড়ে হাতে আঁকা ছবি

গত ৯ অগস্ট ভোরে আরজি কর মেডিক্যাল কলেজের সেমিনার হলে মহিলা চিকিৎসকের দেহ উদ্ধার হয়। সেই ঘটনার এক মাস কাটল। বিচারের দাবিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। সোমবার সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে। তার আগের দিন, রবিবার চিত্রকরদের ডাকা কর্মসূচি ভরেছে রঙে রঙে। প্রতিবাদের ভাষা ফুটে উঠেছে ছবির মাধ্যমে। নানা রঙে রাস্তায় নানান ছবি এঁকেছেন চিত্রকরেরা। শামিল হয়েছিলেন সাধারণ মানুষও। বিভিন্ন দিক থেকে ছবি আঁকতে আঁকতে শিল্পীরা জড়ো হলেন যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে। সেখান থেকেই শুরু হল ‘রাত দখল’ কর্মসূচি। রাস্তায় তুলির টানে লেখা হল বিভিন্ন স্লোগান।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:৩৩ key status

রাস্তায় বিচারের দাবি

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০৬ key status

কান্নায় ভেঙে পড়লেন নির্যাতিতার মা

যাদবপুরের প্রতিবাদ মঞ্চে কান্নায় ভেঙে পড়েলেন নির্যাতিতার মা। তিনি বলেন, ‘‘আমি চাই না কেউ যেন আমার মতো সন্তানহারা হোক।’’

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩:০২ key status

‘প্রশাসনের কী ব্যস্ততা ছিল জানি না’, যাদবপুরে নির্যাতিতার দাদা

যাদবপুরের প্রতিবাদ মঞ্চে নির্যাতিতার পরিবার। সেখানে দাঁড়িয়ে তাঁর দাদা বলেন, ‘‘যাঁরা প্রত্য়ক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত, তাঁদের প্রত্যেকের দৃষ্টান্তমূলক শাসতি হোক। আমরা সবাই চেয়েছিলাম প্রশাসন আমাদের প্রথম থেকে শেষ পর্ষন্ত সাহায্য করবে। কিন্তু বিশ্বাস করুন, প্রশাসন থেকে কোনও সাহায্য পাইনি। জানি না, এই নারকীয় ঘটনা ধামাচাপা দেওয়ার জন্যে প্রশাসনের এত কী তাড়া ছিল? আমরা চেয়েছিলাম দেহ রেখে দিতে, কিন্তু পারিনি। দাহ করার যে ব্যস্ততা ছিল, তা আপনারা ঘটনার পরম্পরা দেখেই বুঝতে পেরেছেন।’’

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪৮ key status

‘আমরা বিচার চাই’

রাস্তায় আঁকা হল স্লোগান।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৪২ key status

রাস্তায় পায়ের ‘ছাপ’

রঙ দিয়ে রাস্তাতেই মেয়ের পায়ের ছবি ফুটিয়ে তুললেন শিল্পীরা। লেখা হল, ‘আমার দুর্গা’।

পায়ের ছাপের ছবি যাদবপুরে।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:৩৪ key status

রাস্তায় নানা রঙ

নানা রঙের রঙিন রাস্তা। শুধু আঁকা নয়, লেখাও ফুটে উঠে রাস্তায়। লেখা হচ্ছে নানান স্লোগান।

রাস্তায় স্লোগান লিখছেন প্রতিবাদীরা।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:২৩ key status

যাদবপুরে নির্যাতিতার বাবা-মা

বিকেলে ধর্মতলায় চিকিৎসকদের প্রতিবাদ কর্মসূচিতে যোগ দিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা। রাতে তাঁরা পৌঁছে গেলেন যাদবপুরে। সেখানে চিত্রকরদের প্রতিবাদ মিছিলে যোগ দিলেন তাঁরা। 

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:২০ key status

পুলিশের ব্যারিকেডে ঝুলছে ক্যানভাস

যাদবপুরে পুলিশের ব্যারিকেডে ক্যানভাস ঝুলিয়ে ছবি আঁকছেন প্রতিবাদীরা। 

ব্যারিকেডে ঝুলছে ক্যানভাস।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০ key status

ছবি আঁকছেন সাধারণ মানুষও

শিল্পীদের পাশাপাশি সাধারণ মানুষও রঙ-তুলি হাতে ছবি আঁকছেন। সেই ছবিতে ফুটে উঠছে প্রতিবাদের স্বর।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:০৪ key status

চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানও

যাদবপুর আর্টিস্ট ফোরামের উদ্যোগে এই কর্মসূচি। নাম ‘রাজপথই ক্যানভাস’। আঁকার পাশাপাশি চলছে সাংস্কৃতিক কর্মসূচিও।

যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে সাংস্কৃতিক অনুষ্ঠান।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:০১ key status

ছবি আঁকছেন শিল্পী সমীর কুন্ডু

সুকান্ত সেতু মোড়ে রাস্তায় তুলির টানে ছবি এঁকে প্রতিবাদ জানাচ্ছেন চিত্রকর সমীর কুন্ডু।

চিত্রকর সমীর কুণ্ডু।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৫৮ key status

চিত্রকরদের প্রতিবাদ

রাস্তা যেন ক্যানভ্যাস। আর সেই ক্যানভাসে ছবি আঁকতে রঙ-তুলি হাতে নেমে পড়েছেন চিত্রকরেরা। রাস্তায় ফুটে উঠছে একের পর এক ছবি। শুধু ছবি নয়, লেখার মাধ্যমেও ফুটে উঠবে প্রতিবাদের ভাষা।

রঙ তুলি হাতে রাস্তায় ছবি আঁকছেন প্রতিবাদীরা।

timer শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:৪৯ key status

পথে প্রতিবাদ

আরজি কর-কাণ্ডের প্রতিবাদে দিকে দিকে মিছিল, ধর্না, অবস্থান চলছে। সাধারণ মানুষ থেকে তারকারা পা মেলাচ্ছেন প্রতিবাদে। রবিবার সারা দিন জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.