মহারাষ্ট্রের ঔরাঙ্গাবাদ শহরে জনবসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ল একটি চিতাবাঘ| মঙ্গলবার সকালে ঔরাঙ্গাবাদ শহরের সিডকো এন ১ এলাকায় একটি চিতাবাঘকে ঘুরতে দেখেন প্রাতঃভ্রমণকারীরা| দূর থেকে দেখে অনেকেই ভেবেছিলেন অন্য কোনও জন্তু হবে| কিন্তু, কিছুক্ষণের মধ্যে ভুল ভেঙে যায় তাঁদের| বুঝতে পারেন সিডকো এন ১ এলাকায় ঢুকে পড়েছে একটি চিতাবাঘ| তত্ক্ষণাত্ খবর দেওয়া হয় পুলিশ ও বন দফতরে| বন বিভাগের কর্মীরা চিতাবাঘটিকে আটক করার চেষ্টা করছেন| পদস্থ এক পুলিশ কর্তা জানিয়েছেন, মঙ্গলবার সকালে প্রাতঃভ্রমণকারীরা সর্বপ্রথম চিতাবাঘটিকে ঘুরতে দেখেন| সকাল আটটা নাগাদ সিডকো এন ১ এলাকায় চিতাবাঘটিকে ঘুরতে দেখা যায়| এই মুহূর্তে চিতাবাঘের আতঙ্কে রয়েছে সিডকো এন ১ এলাকার বাসিন্দারা| চিতাবাঘটিকে পাকড়াও করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন বন বিভাগের কর্মীরা|
2019-12-03