মাঠে নামছে ভারতীয় ফুটবল দল, পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস গড়ার সামনে বাংলাদেশ

আজ আবার মাঠে নামছে ভারতীয় ফুটবল দল। ইন্টার কন্টিনেন্টাল কাপে প্রথম ম্যাচে ভারতের সামনে মরিসাস। গুরপ্রীত সিংহ সান্ধু, আনোয়ার আলি, লালিয়ানজুয়ালা ছাংতেরা কি জয় দিয়ে শুরু করতে পারবেন?

পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্টের আজ শেষ দিন। বাংলাদেশের জেতার জন্য দরকার ১৪৩ রান, হাতে ১০ উইকেট। এই ম্যাচ জিতলে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করবেন শাকিব আল হাসান, লিটন দাসেরা। রয়েছে প্যারালিম্পিক্স, ইউএস ওপেন টেনিস।

ভারত বনাম মরিসাসের ফুটবল ম্যাচ হায়দরাবাদে

আজ শুরু ইন্টার কন্টিনেন্টাল কাপ ফুটবল। ভারত প্রথম ম্যাচে খেলবে মরিসাসের বিরুদ্ধে। হায়দরাবাদে এই ম্যাচ সন্ধ্যা ৭:৩০ থেকে। গুরপ্রীত সিংহ সান্ধু, আনোয়ার আলি, লালিয়ানজুয়ালা ছাংতেরা কি জয় দিয়ে শুরু করতে পারবেন? খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেল ও জিয়ো সিনেমা অ্যাপে।

পাকিস্তান বনাম বাংলাদেশ টেস্টের শেষ দিন, বাবরদের বিরুদ্ধে জিতবেন শাকিবরা?

বড় অঘটন না ঘটলে পাকিস্তানের বিরুদ্ধে ইতিহাস তৈরি করা সময়ের অপেক্ষা বাংলাদেশের। প্রথম টেস্টে ১০ উইকেটে জেতার পর দ্বিতীয় টেস্টেও জেতা অনেকটাই নিশ্চিত তাদের। শেষ দিন বাংলাদেশের দরকার ১৪৩ রান, হাতে ১০ উইকেট। এই ম্যাচ জিতলে দুই টেস্টের সিরিজে পাকিস্তানকে তাদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করবেন শাকিব আল হাসান, লিটন দাসেরা। খেলা শুরু সকাল ১০:৩০ থেকে।

প্যারালিম্পিক্সের ষষ্ঠ দিন, আরও পদক আসবে ভারতে?

প্যারালিম্পিক্সে ভারতীয়দের পারফরম্যান্স ছাপিয়ে গিয়েছে অলিম্পিক্সের পারফরম্যান্সকে। মঙ্গলবার কি আরও পদক আসতে পারে? দুপুর ১২টায় প্যারালিম্পিক্সের সম্প্রচার শুরু। খেলা দেখা যাবে ডিডি স্পোর্টস চ্যানেলে।

ইউএস ওপেন টেনিসের কোয়ার্টার ফাইনাল শুরু

বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন আজ নবম দিনে পড়ছে। পর পর অঘটন ঘটছে এ বারের ইউএস ওপেনে। আজও কি অঘটন হবে? আজ থেকে শুরু কোয়ার্টার ফাইনালের ম্যাচ। খেলা শুরু রাত ৮:৩০ থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.