মহেন্দ্র সিং ধোনির অবসর নিয়ে ক্রিকেট মহলে জল্পনা এখন তুঙ্গে। যার মধ্যে এক অনুষ্ঠানে অবসর নিয়ে প্রশ্ন করার ধোনি বলেছিলেন,’জানুয়ারি পর্যন্ত অবসর নিয়ে আর প্রশ্ন করবেন না প্লিস।’ এবার সৌরভকে ধোনিকে নিয়ে প্রশ্ন করায় নিজের মতামত দিলেন মহারাজ।
রবিবার মুম্বইয়ে বোর্ডের বার্ষিক সাধারণ সভার বৈঠকে সৌরভকে ধোনির বিশ্বকাপ খেলা নিয়ে প্রশ্ন করা হয়। আগামী বছর ২০২০ সালে অস্ট্রেলিয়ার মাটিতে অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। সেই বিশ্বকাপে কী ধোনিকে খেলতে দেখা যাবে? সৌরভকে এই প্রশ্ন করায় বোর্ড প্রেসিডেন্ট বলেন, ‘এটা ধোনিকেই প্রশ্ন করুন!’ সৌরভের যে উত্তরের পর মনে করা হচ্ছে হয়ত বিশ্বকাপ খেলেই অবসর নেবেন ধোনি।
২০২০ সালের আইপিএলই ধোনির ক্রিকেট ভবিষ্যৎ ঠিক করে দেবে বলে ভারতীয় দলের হেড কোচ রবি শাস্ত্রী মন্তব্য করেছেন। শাস্ত্রীর মতে,’২০২০ সালে ধোনি আইপিএল কেমন পারফর্ম করে তার উপরই চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে।’
বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচ খেলার পর থেকে বাইশ গজে ধোনি আর প্রত্যবর্তন করেনি। যারপর তাঁর ক্রিকেট অবসর নিয়ে চর্চা যখন তুঙ্গে তখন পন্থকে সুযোগ দিয়ে জাতীয় দলের নির্বাচক প্রসাদ ভবিষ্যতের উইকেটকিপার গড়ার বার্তা দিয়েছেন। এম এস কে প্রসাদ বুঝিয়ে দিয়েছেন ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঋষভ পন্থকে মাথায় রেখেই ভারত এগোচ্ছে।
দেশের জার্সিতে একাধিক সুযোগ পেলেও ব্যাটে কিংবা উইকেটকিপিংয়ে ধারাবাহিকতা দেখিয়ে ঋষভ পন্থ ভারতীয় থিঙ্কট্যাঙ্ককে ভরসা দিতে পাচ্ছেন না। ডিআরএসের সিদ্ধান্ত নেওয়ায় পন্থের দক্ষতা নেই। ব্য়াটে ঝুঁকিপূর্ণ শট খেলে দলকে একাধিকবার ডুবিয়েছেন। অন্যদিকে বিশ্বকাপের আর নয় মাস বাকি থাকলেও এখনও পর্যন্ত জাতীয় দলে সঞ্জু সুযোগ পাননি।ফলে বিশ্বকাপের মতো হেভিওয়েট টুর্নামেন্টের আগে উপযুক্ত উইকেটকিপার খুঁজতে সমস্যায় ভারত।