West Bengal News LIVE Update: রাস্তায় মানুষ, রেল অবরোধ করে, রাস্তা আটকে বনধ করার চেষ্টা বিজেপির

Park Circus: পার্ক সার্কাসে পুলিস মোতায়েন রয়েছে। যানবাহন চলছে স্বাভাবিক ভাবে। তবে অন্যান দিনের তুলনায় মানুষজনের সংখ্যা কম।

28 August 2024, 08:30 AM

Phoolbagan: ফুলবাগান মোড়ে রাস্তা অবেরোধ করলেন বিজেপি কর্মীরা।

28 August 2024, 08:30 AM

Sonarpur: সোনারপুরে বিজেপির ট্রেন অবরোধ করতে গেলে অবরোধ তুললো পুলিস। পুলিসলের সঙ্গে বচসা ধস্তাধস্তি। ঘটনায় গ্রেফতার প্রায় ১৫ বিজেপি নেতা কর্মীরা। পরে সোনারপুর থানায় ও পুলিশের সঙ্গে হাতাহাতি। ঘটনায় ব্যাপক উত্তেজনা

28 August 2024, 08:30 AM

Bongaon: বিধায়ক অশোক কীর্তানিয়ার উপস্থিতিতে বনগাঁয় রেল অবরোধ বিজেপির।

28 August 2024, 08:30 AM

Baruipur: বিজেপির ডাকা বারো ঘন্টার বাংলা বনধের সমর্থনে বিজেপির সমর্থকরা বারুইপুর রেল ওভার ব্রিজের কাছে কুলপি রোডের উপর রাস্তা অবরোধ শুরু করল।

28 August 2024, 07:30 AM

Purulia: বিজেপির ডাকা ১২ ঘণ্টার বাংলা বনধের মিশ্র প্রভাব পড়ল পুরুলিয়া জেলায়। সকালের দিকে সরকারি বাস রাস্তায় নামলেও বিভিন্ন রুটে বেসরকারি বাস চলাচল বন্ধ । সকালের দিকে পুরুলিয়া শহরের দোকানপাট আংশিক খোলা রয়েছে । শুধুমাত্র সদর শহর নয়, জেলার বিভিন্ন প্রান্তে এদিন বনধের আংশিক প্রভাব পড়েছে।

28 August 2024, 07:30 AM

Katwa: বিজেপির ১২ ঘন্টা ডাকা বনধ সফল করতে ব্যান্ডেল কাটোয়া শাখার কালনার ভান্ডারটিগুরি স্টেশনে রেল অবরোধ বিজেপি কর্মী সমর্থকদের। ঘটনাস্থলে রেল পুলিশ,ট্রেনটি ব্যান্ডেল থেকে কাটোয়া যাচ্ছিল।

28 August 2024, 07:30 AM

Sealdah: নামখানা এবং ডায়মন্ড হারবার শাখায় অবরোধের জন্য ট্রেন বন্ধ হল বলে ঘোষণা করা হচ্ছে শিয়ালদহ দক্ষিণ শাখায় পাবলিক অ্যাড্রেস সিস্টেমে।

28 August 2024, 07:30 AM

Diamond Harbour: সকালে ডায়মন্ডহারবারে বনধের তেমন প্রভাব লক্ষ্য় করা গেল না। সরকারি বেসরকারি যানবাহন চলছে। কলকাতা থেকে ডায়মন্ডহারবার পর্যন্ত সড়কে বাস চলাচল স্বাভাবিক। টোটো-অটো চলছে স্বাভাবিক ছন্দে।

28 August 2024, 07:30 AM

Cooch Behar: কোচবিহারে সেন্ট্রাল বাস স্ট্যান্ডে বাস আটকে দেন বিজেপি নেতা নিখিল দে ও মালতী রাভা রায়। পুলিস গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। কোচবিহারের অন্য একটি বাসস্ট্যান্ডে মাথাভাঙাগামী বাস আটকে দেয় বিজেপি কর্মীরা। সকাল সাতটায় বনধে তেমেন প্রভাব পড়তে দেখা গেল না।

28 August 2024, 07:15 AM

krishnanagar:বন্ধ সফল করতে রাস্তায় বিজেপি কর্মীরা, ট্রেন আটকে দিল কৃষ্ণনগর স্টেশনে ৭ টার ডাউন শিয়ালদহ লোকাল। দক্ষিণ শাখায় ওভার হেড তারে কলাপাতা ফেলার জেরে ট্রেন চলাচল বিঘ্নিত হলেও বাকি শিয়ালদহ স্টেশন মোটের ওপর স্বাভাবিক ছন্দে। বাইরে পর্যাপ্ত ট্যাক্সি এবং অ্যাপ ক্যাব রয়েছে। পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী গতকাল জানিয়ে দিয়েছিলেন আজ শহরের রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস নামবে। সেইমতো আজ শিয়ালদহ মেট্রো স্টেশনের সামনে প্রচুর সরকারি বাস দাঁড়িয়ে আছে। শিয়ালদহ স্টেশনের অন্যান্য শাখায় মোটের ওপর লোকাল ট্রেন পরিষেবা স্বাভাবিক আছে এখনও পর্যন্ত।

28 August 2024, 07:15 AM

Katwa: কাটোয়ায় রেল অববোধ করল বিজেপি।

28 August 2024, 07:15 AM

Shyambazar: শ্যামবাজার মোড়ে গাড়ি চলাচল স্বাভাবিক। কেউ কোনও বাধার সৃষ্টি করেনি।

28 August 2024, 07:15 AM

Cooch Behar: কোচবিহারে রাস্তায় বসে পড়লেন বিজেপি নেতারা। তাদের রাস্তা থেকে তুলে দেওয়ার চেষ্টা করছে পুলিস।

28 August 2024, 07:15 AM

Agnimitra Paul: নেতাজিভবন মেট্রো স্টেশনের কাছে রাস্তায় নেমে গাড়ি থামিয়ে বনধ সফল করার আহ্বান জানালেন অগ্নিমিত্রা পাল।  কখনও গার্ড রেল দিয়ে রাস্তা আটকানোর চেষ্টা করলেন। শেষপর্যন্ত রাস্তায় বসে বড়লেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.