বিশ্ব সংস্কৃত দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। যাঁরা সংস্কৃত ভাষার প্রসারে উদ্যোগ নিয়েছেন, তাঁদের অভিনন্দন জানান তিনি।
নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে লিখেছেন : “विश्वसंस्कृतदिनस्य शुभाशयाः। ये संस्कृतस्य अत्यन्तं अनुरागिणः सन्ति किञ्च एतस्याः श्रेष्ठभाषायाः प्रचाराय प्रयत्नशीलाः सन्ति तेषाम् अहं हार्दम् अभिनन्दामि।”
প্রসঙ্গত, বিশ্ব সংস্কৃত দিবস প্রাচীন ভারতীয় ভাষা সংস্কৃতর পুনরুজ্জীবন এবং রক্ষণাবেক্ষণকে উন্নীত করার লক্ষ্যে পালিত একটি বার্ষিক দিন। এটি হিন্দু পঞ্জিকার শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয়। এটি সাধারণত আগস্ট মাসে হয়। ১৯৬৯ সালে ভারত সরকারের শিক্ষা মন্ত্রক দিবসটি ঘোষণা করে।