Modi, BJP, বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস, দেশভাগের যন্ত্রণার স্মৃতি মনে করলেন মোদী

 স্বাধীনতা দিবসের ঠিক প্রাক্কালে দেশভাগের যন্ত্রণার ছবি তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার বিভাজন বিভীষিকা স্মৃতি দিবসে এক্স হ্যান্ডেলে পোস্ট করে সেই ভয়ঙ্কর সময়ের ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা স্মরণ করলেন তিনি।

দেশভাগের যন্ত্রনাকে কোনো ভাবে ভোলা সম্ভব নয়। এই বার্তা দিয়ে ২০২১ সালের ১৪‌ আগস্ট দিনটিকে বিভাজন বিভীষিকা দিবস হিসেবে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী দাবি করেছিলেন, সামাজিক ভেদাভেদ দূর করে দেশবাসীকে এক সুরে বেঁধে রাখতে সাহায্য করবে দিনটি।

এদিন নিজের পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, বিভাজন বিভীষিকার স্মৃতি দিবসে আমরা সেই অগণিত মানুষদের স্মরণ করি যারা দেশভাগের ভয়াবহতার কারণে প্রভাবিত এবং ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দিনটা তাদের সাহসের প্রতি শ্রদ্ধা জানানোর একটা দিন, যা মানুষের বিপদের মোকাবিলা করার শক্তিকে চিত্রিত করে। দেশভাগের ফলে যারা প্রভাবিত হয়েছিলেন তাদের অনেকেই নিজের জীবনকে পুনর্গঠন করেন ও বিপুল সাফল্য অর্জন করেন। আজ আমরা আমাদের দেশের ঐক্য ও ভ্রাতৃত্বের বন্ধনকে সর্বদা রক্ষা করার জন্য আমাদের অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করছি।

দেশের স্বাধীনতার সঙ্গে সঙ্গে অনিবার্য ক্ষতর মতো এসে পড়ে দেশভাগের প্রসঙ্গ। অন্তত ১০ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন বলে জানা যায়। যদিও বেসরকারি হিসেবে সংখ্যাটা এর দ্বিগুণ । সেই সঙ্গে অসংখ্য মহিলাকে ধর্ষণ ও অপহরণের যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হয়েছিল।দেশ ভাগের উত্তরাধিকার ভারত ও পাকিস্তানের আর্থসামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটকে প্রভাবিত করে চলেছে আজও। সেই ক্ষতকে স্মরণ করে মোদী সরকার এই দিনটি পালন করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.