আরজি কর-কান্ডের প্রতিবাদে স্বাধীনতা দিবসের আগের রাতে ১১টা ৫৫ থেকে ‘মেয়েদের রাত দখল’ নামে ওই আন্দোলনের ডাক দেওয়া হয়েছে। কলকাতার প্রায় সব গুরুত্বপূর্ণ এলাকাতেই জমায়েত হবে। প্রাথমিক ভাবে কলেজ স্ট্রিট, যাদবপুর এইটবি বাস স্ট্যান্ড এবং অ্যাকাডেমি অফ ফাইন আর্টস চত্বরে জমায়েতের ডাক দেওয়া হয়েছিল। তার পরে তা ছড়িয়ে পড়ে কলকাতার বিভিন্ন এলাকা-সহ জেলায় জেলায়।
শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২২:১৩
ভিড় বাড়ছে যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে
রাত ৯টার আগে থেকেই যাদবপুর ৮বি বাসস্ট্যান্ডে ভিড় বাড়তে শুরু করেছে মেয়েদের। গত ১০ অগস্ট রাতে ফেসবুকে পোস্ট করে মেয়েদের রাত দখলের আহ্বান জানিয়েছিলেন প্রেসিডেন্সির প্রাক্তনী রিমঝিম সিংহ। ক্রমে ক্রমে তা আন্দোলনের রূপ নেয়। সেই রিমঝিমও রাত ৯টার খানিক আগে ৮বি বাসস্ট্যান্ডে পৌঁছে গিয়েছিলেন। হাতে সাতরঙা পতাকা। কপালে বেগুনি ফেট্টি।
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২২:০৮
দক্ষিণ ২৪ পরগনার রাজপুরের রাস্তা ‘মেয়েদের দখলে’!
মহিলাদের দখলে রাজপুরের কালীতলা থেকে হরিনাভি এনএসবোস রোড। মুখে স্লোগান, ‘বিচার চাই’। কলেজ পড়ুয়া তরুণী থেকে শুরু করে সাধারণ গৃহবধূ ও পঞ্চাশোর্ধ্ব মহিলারাও হেঁটেছেন মিছিলে। এই মিছিলে পা মিলিয়েছেন সিপিএমন নেতা সুজন চক্রবর্তীও।
শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৪ ২২:০৩
সন্ধ্যা থেকেই কর্মসূচি শুরু চুঁচুড়ায়
মধ্য রাতের অনেক আগেই হুগলির চুঁচুড়ায় রাজপথের দখল নিল মেয়েরা! সন্ধ্যায় চুঁচুড়া ডিআই অফিসের সামনে থেকে শুরু হয় মিছিল। শেষ হয় ইমামবাড়া হাসপাতালের সামনে ছাতিমতলায়। হুগলির চণ্ডীতলাতেও মিছিল হয়েছে। তাতে অংশ নিয়েছেন স্থানীয় গৃহবধূরা। চন্দননগরের মিছিলে যোগ দেন এভারেস্ট জয়ী পিয়ালী বসাক।