টোকিয়োতে সোনা জেতার পর নীরজ প্য়ারিসে পেয়েছেন রুপো। নরম্য়ান প্রিটচার্ড, সুশীল কুমার, পিভি সিন্ধু ও মনু ভাকেরের পর পঞ্চম ভারতীয় হিসেবে একাধিক অলিম্পিক্স পদকের মালিক হলেন। যা নিঃসন্দেহে কৃতিত্বের।
2/6
নীরজের বাড়ি তো নয় যেন রাজপ্রাসাদ
নীরজ থাকেন হরিয়ানার শহর পানিপথের খান্দ্রায়। বছরের অধিকাংশ সময়টাই তিনি ট্রেনিং ও প্রতিযোগিতার কারণে দেশের বাইরে থাকেন। কৃষক পরিবারের ছেলে নীরজ থাকেন যেন রাজপ্রাসাদে। তিনতলা চোখ ধাঁধানো বাংলো রয়েছে তাঁর। যেভানে নির্দিষ্ট ভাবে একটি জায়গাই রয়েছে তাঁর অর্জিত পদকগুলিকে শো-কেজ করার জন্য়।
3/6
গাড়ি এবং বাইকেরও শখ নীরজের
নীরজের বাড়ির গ্যারেজে রয়েছে Mahindra XUV (যা টোকিয়োতে সোনা জেতার পর তাঁকে আনন্দ মহীন্দ্রা উপহার দিয়েছিলেন), Mahindra Thar, Toyota Fortuner, তবে আলাদা করে নজর কাড়ে ২ কোটি টাকার Range Rover Sport, প্রায় ৯৪ লক্ষ টাকার Ford Mustang GT।
4/6
নীরজের রয়েছে বেশ কিছু ভালো বাইকও
Harley Davidson 1200 Roadster রয়েছে নীরজের। যার দাম ১১ লক্ষ টাকার উপরেই। রয়েছে ১ লক্ষ ৩০ হাজার টাকার উপর Bajaj Pulsar 220F। তবে সম্প্রতি নীরজের গাড়ি, বাইকের সংগ্রহ নিয়ে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছিল, সেখানে দেখা যাচ্ছে হার্লে, বাজাজ পালসার ছাড়াও সেখানে রয়েছে Royal Enfield.
5/6
নীরজ চোপড়া এনডোর্সমেন্ট ও ব্র্যান্ড অ্য়াসোসিয়েশেন
Nike, Omega, Procter & Gamble, Gatorade, ও Under Armour -এর বিখ্য়াত সব ব্র্য়ান্ডের সঙ্গে কাজ করেন নীরজ চোপড়া। সেখান থেকেও তাঁর পকেটে বেশ মোটা টাকার অর্থ আসে।
6/6