student, Indian border, নদিয়ার ভারত- বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনীদের নিয়ে রাখি বন্ধন উৎসবে মাতলো ভারতীয় ছাত্রছাত্রীরা

 বাংলাদেশের অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যে নদিয়ার ভারত- বাংলাদেশ সীমান্তে সেনাবাহিনীদের নিয়ে রাখি বন্ধন উৎসবে মেতে উঠলো ভারতের ছাত্রছাত্রীরা। ছাত্র-ছাত্রী এবং সীমান্তের জওয়ানরা একে অপরকে রাখি বেঁধে ভ্রাতৃত্বের বন্ধন বাড়িয়ে তুলল। এদিন নদিয়ার চাপরা থানার অন্তর্গত হৃদয়পুর সীমান্তবর্তী এলাকায় দেখা গেল এই চিত্র।

উল্লেখ্য, কোটা আন্দোলন নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে গোটা বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পদত্যাগ পত্র জমা দিয়ে বাংলাদেশ ছাড়ার পর আরো অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয় গোটা বাংলাদেশে। এরপরেই যাতে বাংলাদেশের সেই পরিস্থিতি ভারতে সীমান্তবর্তী এলাকায় কোনরকম ছাপ না পড়ে সেই কারণেই প্রতিরক্ষা বিভাগের তরফ থেকে ভারতের বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় আরো নিরাপত্তা মজবুত করার নির্দেশিকা জারি করা হয়। সেইমতো কেন্দ্রীয় সীমান্তবর্তী প্রহরা আরও সচেতন হয়ে ওঠে। সেই রেশ কাটতে না কাটতেই বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী এলাকা হৃদয়পুরে ছাত্র-ছাত্রীদের সঙ্গে রাখিবন্ধন উৎসবে মেতে উঠলো বিএসএফ জওয়ানরা। এদিন কৃষ্ণনগরের বিশপমরো হাইস্কুলের ছাত্রীরা সীমান্তবর্তী এলাকার বিভিন্ন গ্রামগুলি ঘুরে দেখেন। পাশাপাশি বিএসএফ কিভাবে ভারতকে রক্ষা করে চলেছে সে বিষয়েও ধারণা নেওয়ার চেষ্টা করা হয়। অন্যদিকে বিএসএফের তরফেও সীমান্তবর্তী এলাকায় তারা কিভাবে পাহারা দিয়ে থাকেন কিভাবে কাজকর্ম করে থাকেন এবং সীমান্তবর্তী এলাকা মূলত কি ধরনের নিরাপত্তা থাকতে পারে সে বিষয়ে ছাত্র-ছাত্রীদের ধারণা দেওয়া হয়।

একদিকে ছাত্র ছাত্রীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে বিএসএফ জওয়ানরা। অন্যদিকে ছাত্রী এবং শিক্ষিকারাও খুশি হয়েছে সীমান্তবর্তী এলাকায় ঘুরতে পেরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.