পদক জয়ের আশার শেষ পিভি সিন্ধুর। অলিম্পিক্সে তৃতীয় পদক জিততে পারলেন না তিনি। পদকের জয়ের হ্যাটট্রিক হল না ভারতীয় শাটলারের। বৃহস্পতিবার চিনের হে বিংজিয়ায়োর বিরুদ্ধে হেরে গেলেন তিনি। সিন্ধু হারলেন ২১-১৯, ২১-১৪ গেমে।
গ্রুপ পর্বে মলদ্বীপ এবং এস্তোনিয়ার দুই শাটলারকে স্ট্রেট গেমে হারিয়েছিলেন সিন্ধু। তাঁদের বিরুদ্ধে অলিম্পিক্সে দু’টি পদকজয়ী সিন্ধু স্ট্রেট গেমে জিতলেও খুব স্বচ্ছন্দ দেখায়নি তাঁকে। কোয়ার্টার ফাইনালে তাই সিন্ধুর জেতা নিয়ে সংশয় ছিল। চিনের প্রতিযোগীর বিরুদ্ধে সেই আশঙ্কাই সত্যি হল। সিন্ধু প্রথম গেমে লড়াই করলেও জিততে পারেননি। দ্বিতীয় গেমে তাঁকে প্রায় দাঁড়াতেই দেননি বিংজিয়ায়ো।
পর পর তিনটি অলিম্পিক্সে পদক জয়ের সুযোগ ছিল সিন্ধুর কাছে। রিয়ো এবং টোকিয়োর পর প্যারিসে সেই লক্ষ্য নিয়েই নেমেছিলেন সিন্ধু। কিন্তু কোয়ার্টার ফাইনাল থেকেই বিদায় নিতে হল তাঁকে। চার বছর পর তিনি আবার দেশের জার্সিতে অলিম্পিক্সে খেলতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে। সেই সময় সিন্ধুর বয়স হবে ৩৩ বছর।
সিন্ধুর হারে ব্যাডমিন্টন থেকে ভারতকে পদক এনে দেওয়ার আশা এখন শুধুই লক্ষ্য সেন। তিনি কোয়ার্টার ফাইনালে উঠেছেন। বৃহস্পতিবার লক্ষ্য হারিয়ে দেন ভারতের এইচএস প্রণয়কে। ছেলেদের ডাবলস জুটি চিরাগ শেট্টি এবং সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডিও হেরে গিয়েছেন। গ্রুপ পর্বে সব ম্যাচ হেরে বিদায় নিয়েছিল মেয়েদের ডাবলস দলও। সেই দলে ছিলেন রানিশা ক্রাস্তো এবং অশ্বিনী পোনাপ্পা।