দেশজুড়ে তৈরি হওয়া আর্থিক মন্দার আশঙ্কা উড়িয়ে দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সংসদে বললেন, অর্থনৈতিক বৃদ্ধি কমেছে, কিন্তু কোনও মন্দা হবে না।
বুধবার রাজ্যসভায় নির্মলা বলেন, ‘‘কোনও মন্দা নেই, কোনও মন্দা হবে না।” এদিন রাজ্যসভায় অর্থনৈতির বৃদ্ধির হার ক্রমশ ধীর হতে থাকার প্রসঙ্গ তুলে বিরোধীরা অভিযোগ তোলেন।
অনেকেই বলেন, দেশে অর্থনৈতিক মন্দার পর্যায় শুরু হয়েছে। তখনই সেই দাবি উড়িয়ে দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘‘আমি প্রতিটি পদক্ষেপ রেকর্ড রাখব।”
শীঘ্রই জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকের অর্থনৈতিক বৃদ্ধির হার প্রকাশিত হবে। তার আগেই এই মন্তব্য করলেন অর্থমন্ত্রী। এদিন তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী সরকার ব্যাঙ্কিং ক্ষেত্রে সমস্যা লক্ষ্য করেছে এবং সেই সমস্যাটি চিহ্নিত করতে পদক্ষেপও করেছে।
একই সঙ্গে তিনি প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের কথা বলে জানান, ইউপিএ জমানা থেকে বর্তমান সরকারের আমলে উন্নতি হয়েছে। ২০১৪ সালে ১৮৯.৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আসে। ২০১৯ সালে সেই পরিমাণ ২৮৩.৯ বিলিয়নে পৌঁছেছে।