পৌরসভার দেওয়া সময় সীমা শেষ হওয়ার পর সরকারি জমির অবৈধ দখল মুক্ত করতে উচ্ছেদ অভিযানে নামলো ব্যারাকপুর পৌরসভা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতোই সরকারি জমিতে দখলদারদের উচ্ছেদ অভিযান চলছে।
বৃহস্পতিবার ব্যারাকপুর স্টেশন সংলগ্ন এসএন ব্যানার্জি রোডের দু’ধারে ফুটপাথ দখল করে থাকা দোকানপাট গুঁড়িয়ে দেওয়া হয় জেসিবি মেশিন দিয়ে। যদিও উচ্ছেদ হওয়া হকারদের পক্ষে কেউই বাধা দিতে এগিয়ে আসেনি। টিটাগড় থানার পুলিশ, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এসিপি ট্রাফিক সৌমানন্দ সরকার, ওসি ট্রাফিক রঞ্জন রুদ্র, টিটাগড় থানার ভারপ্রাপ্ত অধিকারিক তাপস সরকার এবং পুরসভার উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষের উপস্থিতিতে এদিন এসএন ব্যানার্জি রোড এবং স্টেশন সংলগ্ন মঙ্গল পান্ডে সরণিতে উচ্ছেদ অভিযান করা হয়।
উচ্ছেদ প্রসঙ্গে ব্যারাকপুরের উপ-পুরপ্রধান সুপ্রভাত ঘোষ বলেন, গত ১৮ জুলাই পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। অবৈধ দোকানপাট সরিয়ে নেবার জন্য। কিন্তু সময়সীমার পরেও কিছুদিন সময় দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও কিছু দোকানদার ফুটপাথ থেকে সরে যায়নি। এদিন প্রশাসনের এবং পুর ইঞ্জিনিয়ারদের উপস্থিতিতে সেই সমস্ত বেআইনি দোকান-পাট ভেঙ্গে দেওয়া হয়। উচ্ছেদ হওয়া দোকানদারদের আগামী দিনে কিছু করা যায় কিনা, তার চিন্তাভাবনা চলছে।