মুম্বই: মহারাষ্ট্র রাজনীতিতে আবারও চমক। পদত্যাগ করেছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ এবং উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। যা নিয়ে টুইটারে শুরু হয়েছে এক নতুন যুদ্ধ।
শপথ নেওয়ার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে পদত্যাগ করাতে কিঞ্চিত অবাক হয়েছেন সাধারন মানুষ থেকে রাজনৈতিক বিশেষজ্ঞরা। তবে তারই মধ্যে টুইটার ভরে গিয়েছে মিমে। তারা
তাদের সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন চমকদার মিম।
কেউ কেউ বলছেন অজিত পাওয়ারের পদক্ষেপ একেবারে মাস্টারস্ট্রোক। আবার কেউ বলছেন পুরো খেলাটার আসল চাণক্য অজিত। এছাড়াও জনপ্রিয় বলি সিনেমা সিঙ্ঘমের কিছু দৃশ্য থেকেও মিম বানিয়ে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছেন।
মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে ফড়নবীশ তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। যেহেতু সংখ্যাগরিষ্ঠতা প্রমান করতে পারেননি সেই কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করছেন অনেকে।এছাড়াও অজিত পাওয়ারকে পদত্যাগ করার কারণে তিনি দায়ী করেছেন। এর আগে এনসিপি থেকে বিজেপিতে যাওয়া নিয়ে জোর জল্পনা শুরু হয়েছিল। কিন্তু তিনি যে দল ছাড়বেন না তা জানিয়েছিলেন।
অজিত পাওয়ার ব্যাক্তিগত কারণে পদত্যাগ করছেন বলেও জানিয়েছেন ফড়নবীশ। সাংবাদিকদের সামনে তিনি জানিয়েছেন যেহেতু তাদের সংখ্যা গরিষ্ঠতা নেই তাই পদত্যাগ করেছেন বলেও সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।এবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে।