ছাত্র আন্দোলনের জেরে অগ্নিগর্ভ বাংলাদেশ। সেই কারণে ভারত- বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস গতকাল বিকেলে ভারত থেকে বাংলাদেশে গেলেও আর ভারতে ফেরেনি। বাংলাদেশের ছাত্র ছাত্রীদের কাছ থেকে জানা যায়, বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি খুব খারাপ, নেট পরিষেবা বন্ধ, যাতায়াতের পরিষেবা প্রায় বন্ধের মুখে, এক কথায় অগ্নিগর্ভ হয়ে উঠেছে বাংলাদেশ। বাংলাদেশ থেকে নিরাপদ আশ্রয়ের সন্ধানে ভারতে ফিরছেন বাংলাদেশে পড়তে যাওয়া ভারতের ছাত্রছাত্রীরা।
প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে প্রতিবেশী দেশ বাংলাদেশে। প্রতি বছর বহু ভারতীয় ছাত্রছাত্রী বিভিন্ন বিষয়ে পড়তে বাংলাদেশে যান। শনিবার এমনই চিত্র ধরা পড়লো নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার গেদে সীমান্তে। দুই দেশের বর্তমান বাণিজ্যিক ব্যবস্থা শিথিল থাকলেও ভারত- বাংলাদেশ মৈত্রী এক্সপ্রেস প্রশাসনিক ভাবেই বন্ধ রয়েছে বলে সূত্রের খবর।